আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১৯, ৯ আগস্ট ২০২১
মোদির নেতৃত্বে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভা

নরেন্দ্র মোদি
প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সোমবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ওই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী মোদি নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন। ওই টুইটার বার্তায় তিনি বলেন, ৯ আগস্ট বিকেলে জাতিসংঘের উচ্চস্তরের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন।
নিরাপত্তা পরিষদের বৈঠকে উপকূলীয় সুরক্ষা, শান্তিরক্ষা এবং সন্ত্রাস দমনের ওপর বিশেষভাবে জোর দেওয়া হবে বলে জানা যাচ্ছে।
২০২১-২২ মেয়াদের অস্থায়ী সদস্য হিসেবে নিরাপত্তা পরিষদের সভাপতি হয়েছে ভারত। ফ্রান্সের কাছ থেকে সভাপতিত্বের ভার গ্রহণ করেছে দেশটি।
এ ব্যাপারে জাতিসংঘে নিযুক্ত ভারতের দূত টি এস তিরুমূর্তি বলেন, ভারত ও ফ্রান্সের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। নিরাপত্তা পরিষদে ফ্রান্সের সমর্থনের কারণেই ভারত আজ সভাপতির পদে। এ কারণে ফ্রান্সের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোর বেশ কয়েকজন রাষ্ট্র এবং সরকার প্রধান, জাতিসংঘের সিস্টেম এবং প্রধান আঞ্চলিক সংস্থাগুলোর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।
অন্যান্যদের মধ্যে এই বৈঠকে উপস্থিত থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স অ্যান্টোয়েন শিসেকেদি শিলোম্বো এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান