আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৮:৩২, ১২ আগস্ট ২০২১
তিন মাসে কাবুল যাবে তালেবানের দখলে

যে গতিতে এগোচ্ছে তালেবান তাতে আগামী তিন মাসের মধ্যে কাবুলের দখল নিয়ে নিতে পারে তারা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের একটি রিপোর্টে আতঙ্কের এই ছবিই তুলে ধরা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে পেন্টাগনের এক কর্মকর্তা সংবাদ সংস্থা রয়টার্সকে এই রিপোর্টের কথা জানিয়েছেন।
তাঁদের আশঙ্কা, তালেবান যে গতিতে এগোচ্ছে এবং ক্রমে ক্রমে যে পরিমাণ শক্তি সঞ্চয় করছে, তাতে এক মাসের মধ্যে কাবুলকে সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে ফেলতে পারবে তারা। তারপরে আর দুই মাসের মধ্যেই দেশের রাজধানীকে সম্পূর্ণভাবে নিজেদের দখলে নিয়ে আসতে পারবে তালেবান।
অর্থাৎ, তিন মাসের মধ্যে কাবুলের পতন অনিবার্য! তবে একই সঙ্গে এই পেন্টাগন-কর্মকর্তা বলেছেন যে, আফগান বাহিনী যদি ঠিক মতো তালেবানকে প্রতিহত করতে পারে তাহলে ভবিষ্যতের ছবিটা এত নিদারুণ হবে না।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের এই রিপোর্টকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ, একের পর এক প্রাদেশিক রাজধানীর দখল নিচ্ছে তালিবান। আর দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রমশ পিছু হটছে আফগান বাহিনী। এমন পরিস্থিতিতে আফগানিস্তানের একটা বড় অংশের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে আফগান সেনাবাহিনীর পক্ষে।
গত রবিবার কুন্দুজ দখল করেছিল তালেবান। সেখান থেকে প্রাণ হাতে করে পালাতে পেরেছিলেন যে স্থানীয়রা তারা জানিয়েছেন, ওই শহরে ভয়াবহ তালিবান-তাণ্ডবের কথা।
শরণার্থী শিবিরে বসে এক আফগান নারী বলেছেন, সরকারি কর্মী, কর্মকর্তা ও নিরাপত্তারক্ষীদের বের করে এনে রাস্তায় দাঁড় করিয়ে গুলি করে মারছে তালেবান। কারও বা প্রকাশ্যে গলা কেটে নেওয়া হচ্ছে। এমনকি, অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও বৃদ্ধদেরও রেহাই দিচ্ছে না তারা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান