Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:২২, ১৪ আগস্ট ২০২১
আপডেট: ১২:৩৬, ১৪ আগস্ট ২০২১

আফগানিস্তানে মার্কিন সেনারা এসে উদ্ধার করছে নিজেদের নাগরিককে

ছবি: আল জাজিরা

ছবি: আল জাজিরা

মার্কিন প্রেসিডেন্টের নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছেছে দেশটির সেনাদের প্রথম দল। আফগানিস্তানে অবস্থানরত যুক্তরাষ্ট্রের দূতাবাসের কর্মী এবং নাগরিকদের ফিরিয়ে নিতে দেশটিতে পৌঁছেছে এসব সেনারা।

দূতাবাসের কর্মীদের সরিয়ে নেয়ার জন্য ৩ হাজার সৈন্য পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে প্রথম দলটি কাবুলে পৌঁছেছে।

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাকি সৈন্যরাও আফগানিস্তানে পৌঁছাবেন বলে ধারণা করা হচ্ছে। মার্কিন এই বাহিনীর কাজ হবে, নিরাপদে দূতাবাস কর্মী এবং দোভাষীদের আফগানিস্তান থেকে বের করে আনা।

কর্তৃপক্ষ বলছে, ধারণার চেয়েও দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে তালেবান। যেকোনো সময় কাবুল অভিমুখে অভিযান শুরু করতে পারে তারা। তাই দ্রুত সময়ের মধ্যে সেখান থেকে মার্কিন নাগরিকদের সরিয়ে নিতেই এই উদ্যোগ।

যুক্তরাষ্ট্রে সূত্রে খবর, মার্কিন নাগরিকদের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন মঞ্জুর হওয়া বিদেশিরাও এই সেনা-নিরাপত্তার সুযোগ পাবেন। এসব বিদেশিদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রে হয়ে কাজ করা আফগান নাগরিকরাও। মূলত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দেখভালের কাজেই লাগানো হবে নতুন এই বাহিনীকে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ