আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২২:৪৫, ১৫ আগস্ট ২০২১
কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলে প্রবেশ করতে শুরু করেছে তালেবান যোদ্ধারা। ইতোমধ্যে তারা কাবুলের কয়েকটি জেলাও দখলে নিয়েছে।
‘কাবুলের পরিস্থিতি এখনো আফগান সরকারের নিয়ন্ত্রণে’ বলে আফগান প্রেসিডেন্ট আশরাফ গানির টুইটের পরপরই তালেবান যোদ্ধারা কাবুলের দিকে অগ্রসর হতে শুরু করে।
এর আগে দ্রুতগতিতে প্রায় পুরো আফগানিস্তান নিজেদের দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এখন তারা কাবুলও দখলে নিতে এগোচ্ছে বিধায় উদ্বেগ-শঙ্কায় জনসাধারণ।
সংবাদমাধ্যম জানায়, রোববার সকালে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় জালালাবাদ শহর বিনা যুদ্ধে দখলে নেয় তালেবানরা। তারও আগে শনিবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরীফ দখল করে গোষ্ঠীটির সদস্যরা।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তালেবান উভয়পক্ষই বিষয়টি নিশ্চিত করেছে।
তবে এক বিবৃতিতে তালেবান জানিয়েছে, জোরপূর্বক রাজধানী কাবুল দখল করা হবে না। শান্তিপূর্ণভাবে যাতে কাবুলের নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়, সেজন্য সরকারের সঙ্গে আলোচনা চলছে।
একই সঙ্গে কাবুলের কোনো বাসিন্দার ক্ষতি করা হবে না বলে তারা বিবৃতিতে প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে সরকারি কর্মকর্তারা সাধারণ ক্ষমা পাবেন বলে এতে উল্লেখ করা হয়েছে।
এছাড়া কোনো নাগরিক যদি কাবুল ছেড়ে চলে যেতে যায়, তাদের সে সুযোগ দিতে যোদ্ধাদের নির্দেশ দেওয়া হয়েছে। তাদেরকে আপাতত কাবুলের প্রবেশপথগুলোতে অবস্থান নিতে বলা হয়েছে।
বিবৃতিতে তালেবান বলেছে, ‘কারও জীবন, সম্পদ এবং সম্মানের ক্ষতি করা হবে না। কাবুলের নাগরিকদের জীবন কোনো ধরনের ঝুঁকিতে পড়বে না।’
তালেবান কাবুলের সারোবি জেলা দখলে নিয়েছে। তাদের যোদ্ধারা কালাকান, কারাবাগ এবং পাগমান জেলায়ও অবস্থান নিয়েছে বলে অ্যাসোসিয়েট প্রেসকে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
এদিকে, তালেবানের অগ্রযাত্রার মধ্যে দূতাবাস কর্মী, নিজ দেশের নাগরিক এবং আফগান সহযোগীদের সরিয়ে নিতে তোড়জোড় শুরু করেছে সেখানকার মার্কিন সেনারা। দূতাবাসের গুরুত্বপূর্ণ নথি পুড়িয়ে ফেলা হচ্ছে।
মার্কিন দূতাবাস চত্বরে একের পর এক হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করতে দেখা গেছে। দূতাবাসের নথি পোড়ানোর আগুনের ধোঁয়া আশপাশে ছড়িয়ে পড়ছে।
তালেবান সর্বশেষ খোস্ত প্রদেশের রাজধানী দখলের নেওয়ার পর ৩৪টি প্রাদেশিক রাজধানীর মধ্যে এখন মাত্রা কাবুলসহ ছয়টি প্রাদেশিক শহর সরকারের নিয়ন্ত্রণে আছে।
মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণার পরপরই সেখানে আধিপত্য বিস্তার শুরু করে তালেবান। খুব অল্প সময়ের মধ্যে দেশের অধিকাংশ অঞ্চলের নিয়ন্ত্রণে নেয় তারা। এখন শুধু কাবুলের পতন ঘটলেই তালেবানের জয় নিশ্চিত হতে যাচ্ছে আফগানিস্তানে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান