আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১১:৪৭, ১৬ আগস্ট ২০২১
বিশ্বের সাথে শান্তিপূর্ণ সম্পর্কের আহ্বান তালেবানের

প্রেসিডেন্ট ভবনে এক তালেবান নেতাকে ঘিরে রয়েছেন সশস্ত্র সদস্যরা। ছবি- আল জাজিরা
আফগানিস্তানের সরকার হটিয়ে সবকিছুর নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। যদিও তারা কীভাবে সরকার গঠন করবে বা তাদের পরবর্তী পরিকল্পনা কী এ বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি। এমন অবস্থার মধ্যে সশস্ত্র গোষ্ঠীর রাজনৈতিক কার্যালয়ের একজন মুখপাত্র মোহাম্মদ নাইম তালেবানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন।
আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, তালেবান আর বিচ্ছিন্নভাবে থাকতে চায় না। শিগগিরই নতুন সরকারের ধরন ও রূপরেখা স্পষ্ট করা হবে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, দেশে যুদ্ধ শেষ হয়েছে।
তিনি বলেন, 'আমরা যা চেয়েছিলাম তা পেয়েছি। আমরা চেয়েছিলাম দেশের স্বাধীনতা ও জনগণের স্বাধীনতা। আমাদের টার্গেট করার জন্য কাউকে আর ভূমি ব্যবহার করতে দেব না। আমরা অন্যের ক্ষতি করতে চাই না।'
নাইম আরও বলেন, শরীয়াহ আইনের মধ্যে থেকেই নারী ও সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হবে। একইসঙ্গে বাকস্বাধীনতাও নিশ্চিত করা হবে। তিনি বলছেন, বিশ্বের অন্যান্য রাষ্ট্রের সঙ্গে তালেবান শান্তিপূর্ণ সম্পর্ক রাখতে চায় এবং ইতোপূর্বে কয়েকটি দেশের সঙ্গে শুরু হওয়া যোগাযোগের চ্যানেলগুলোও আরও উন্নত করতেও আগ্রহী তারা।
নাইমের কথায়, 'আজ আফগান জনগণ এবং মুজাহিদদের জন্য একটি মহান দিন। ২০ বছরের প্রচেষ্টা এবং ত্যাগের ফল প্রকাশ্যে এসেছে।'
এরই মধ্যে রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবান। দখল করেছে প্রেসিডেন্ট ভবনও। সোমবার কাবুলের রাস্তায় ভারী অস্ত্র নিয়ে যোদ্ধাদের টহল দিতে দেখা গেছে। প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও তালেবানদের সশস্ত্র পাহারার ভিডিও ফুটেজ সামনে এসেছে।
তালেবানের দখলের পর বেশিরভাগ পশ্চিমা কূটনীতিকরা কাবুল ত্যাগ করেছেন। এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন যে, বেশিরভাগ পশ্চিমা কূটনীতিকরা এখন আফগান রাজধানী ছেড়ে চলে গেছেন।
আলজাজিরা টেলিভিশনকে তালেবানের এই মুখপাত্র বলেন, ‘যেকোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সঙ্গে বসতে আমরা সকল দেশ ও অংশীদারদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন ও ন্যাটো সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর মে মাস থেকে আফগানিস্তান দখলে অভিযান শুরু করে তালেবানগোষ্ঠী।
তারা অবিশ্বাস্য দ্রুততায় মাত্র আড়াই মাসের মধ্যে দেশের ৩৪টি প্রদেশের ২৮টি দখল করে বর্তমানে কাবুলে অবস্থান করছে। ইতোমধ্যে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি পদত্যাগ করেছেন এবং দেশটিতে একটি অন্তবর্তী সরকার গঠনের প্রক্রিয়া এগিয়ে চলছে।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান