Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২২, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ১০:৩৭, ১৭ আগস্ট ২০২১

সাধারণ আফগানকে রক্ষার জন্য তালেবানদের প্রতি আহ্বান জাতিসংঘের

আফগানিস্তানের সাধারণ মানুষকে রক্ষা করার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আফগানদের জীবন রক্ষার জন্য তালেবানদের অত্যন্ত সংযমী হতে এবং তাদের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছানোর অনুমতি দেওয়ার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

আফগানিস্তান ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে একথা বলেন গুতেরেস। তিনি বলেন, 'আমরা আফগানিস্তানের জনগণকে ত্যাগ করতে পারব না এবং অবশ্যই তা করবো না।'

গুতেরেস বলেন, 'আমি অবিলম্বে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি, যাতে সকল আফগানদের অধিকারকে সম্মান করা হয়, সেই সাথে আফগানিস্তানকে সমস্ত আন্তর্জাতিক চুক্তি মেনে চলার জন্য বলছি।'

বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগে প্রায় ১ কোটি ৮০ লাখ বা জনসংখ্যার অর্ধেক মানুষের মানবিক সহায়তার প্রয়োজন ছিল। বর্তমানে সেখানে ভয়াবহ মানবিক সংকটের আশঙ্কা বাড়ছে। গুতেরেস প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'জাতিসংঘ সেখানকার নিরাপত্তা পরিস্থিতির সাথে মানিয়ে নেবে। সর্বোপরি, আমরা তাদের পাশে থাকব এবং আফগান জনগণের প্রয়োজনের সময় তাদের কাছে সবরকম সহায়তা পৌঁছে দেব।'

জাতিসংঘ প্রধান সে দেশে মানবাধিকার, বিশেষ করে নারী ও মেয়েদের দুর্দশা সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যারা পূর্ববর্তী তালেবান শাসনামলে গুরুতর নির্যাতনের শিকার হয়েছিল।

তিনি বলেন, 'আফগান নারী ও মেয়েদের কষ্টার্জিত অধিকারগুলো রক্ষা করা অপরিহার্য। তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের দিকে তাকিয়ে আছে – যে সম্প্রদায় তাদের আশ্বাস দিয়েছিল সুযোগ সম্প্রসারিত হবে, শিক্ষা নিশ্চিত হবে, স্বাধীনতার দ্বার উন্মোচিত হবে, এবং অধিকার সুরক্ষিত হবে।'

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ