Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ৩০ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:০০, ১৭ আগস্ট ২০২১
আপডেট: ০০:৪৩, ১৮ আগস্ট ২০২১

আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না: তালেবান

তালেবান যোদ্ধা। ফাইল ছবি।

তালেবান যোদ্ধা। ফাইল ছবি।

'আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না', বলেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।

বিবিসি প্রতিবেদনে বলা হয় আফগানিস্তান আল-কায়দা যোদ্ধাদের আশ্রয়স্থল হয়ে ওঠার ঝুঁকি আছে কিনা সাংবাদিকরা এ প্রশ্ন করলে মি. মুজাহিদ এই উত্তর দেন।

'আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এই নিশ্চয়তা দিচ্ছি। আফগানিস্তানের মাটি কারো বিরুদ্ধে ব্যবহার হবে না।'

তালেবান নিয়ন্ত্রিত এলাকায় অপহরণ ও হত্যার ঘটনা খবর প্রসঙ্গে তালেবানকে প্রশ্ন করা হলে তালেবান মুখপাত্র বলেন, 'সারা দেশে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে।'

'কেউ কাউকে অপহরণ করতে পারবে না। প্রত্যেকদিন আমরা নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করব।'

তিনি বলেন, 'আমরা চাই না কেউ দেশ ছেড়ে যাক। সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। কোনরকম শত্রুতা বা প্রতিশোধ নেয়া হবে না।'

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ

যারা বিদেশিদের জন্য অনুবাদকের কাজ করেছে বা বিদেশিদের সাথে চুক্তিতে কাজ করেছে তাদের প্রতি ভবিষ্যত আচরণ সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে মি. মুজাহিদ বলেন, 'কারোর প্রতি প্রতিশোধ নেয়া হবে না।'

'যারা এদেশে বড় হয়ে উঠেছেন তারা এদেশেরই সন্তান। আমরা চাই না তারা চলে যাক। তারা আমাদের সম্পদ।'

তিনি আরও বলেন, 'কেউ কারোর বাসার দরজায় টোকা মেরে জিজ্ঞেস করবে না ‘আপনি কাদের সাথে কাজ করতেন?'

তিনি আশ্বাস দেন, তারা নিরাপদ থাকবে। কাউকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কাউকে হয়রানি করা হবে না।

সূত্র : বিবিসি

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ