Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২১, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১৭:২৬, ২০ আগস্ট ২০২১

কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতায় ভুয়া কোভিশিল্ড টিকার খোঁজ পেয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। জানা গেছে, ক্রমবর্ধমান চাহিদার ফায়দা নিতে বাজারে ভুয়া টিকা ছাড়ছে প্রতারকরা।

এক বিবৃতিতে ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিচ বলেছেন, কলকাতায় রোগীপর্যায়ে ভুয়া কোভিশিল্ডের খোঁজ পাওয়া গেছে। এর অর্থ, মেডিক্যাল পণ্যটি পাওয়া যায়, সরবরাহ অথবা বিতরণ করা হয় সরাসরি রোগীদের কাছে।

তবে এই খবর কোন সূত্রে মিলেছে তা প্রকাশ করেনি সংস্থাটি। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভুয়া টিকার বিষয়টি জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এরই মধ্যে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

কলকাতা ছাড়াও মুম্বাই, দিল্লির মতো শহরগুলোতে সম্প্রতি ভুয়া টিকা প্রয়োগের দায়ে প্রতারকদের গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। গত মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে ভারতের পাশাপাশি আফ্রিকা থেকেও ভুয়া কোভিশিল্ড পাওয়ার কথা জানানো হয়।

ডব্লিউএইচও জানিয়েছে, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসব ভুয়া কোভিশিল্ড জব্দ করা হয়েছে। সিরাম ইনস্টিটিউটও নিশ্চিত করেছে, সেগুলো ভুয়া টিকা।

এ ধরনের নকল টিকা ছড়িয়ে পড়া বৈশ্বিক স্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি বলে হুঁশিয়ারি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ