Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৮, ২০ আগস্ট ২০২১
আপডেট: ১৯:৪৩, ২০ আগস্ট ২০২১

‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করেও প্রতিশোধ নিতে ব্যস্ত তালেবান

আফগানিস্তানে চলছে তালেবান শাসন। গণতান্ত্রিক সরকার হঠিয়ে তারা দখল করেছে ক্ষমতা, এশিয়ার রাজনীতিতে যার প্রভাব পড়েছে বিশালভাবে। আফগানিস্তান ক্ষমতা দখলের পরেই দেশের জনগণের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, সরকারি চাকরিজীবিদের বলেছে নিজ কর্মস্থলে ফিরতে। তবে এবার তাদের ক্ষমা ঘোষণার পরেও দেখা যাচ্ছে তারা প্রতিশোধ নিচ্ছে, খুঁজে খুঁজে বের করছে গণমাধ্যমসহ বিভিন্ন কর্মীদের যারা তালেবানের বিরুদ্ধে লিখালিখি করেছিলো।

ক্ষমতা দখলের পরই তালেবান ঘোষণা করেছিল যে, গত ২০ বছরে যারা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষে কাজ করেছে তাদের কিছু বলা হবে না। তারা নিজেদের নিরাপদ ভাবতে পারে। তাদের জন্য ‘সাধারণ ক্ষমা’ ঘোষণা করা হলো। কিন্তু বাস্তব পরিস্থিতি ভিন্ন।

জাতিসংঘের এক নথিতে সতর্ক করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র কিংবা আফগানিস্তানে পূর্ববর্তী সরকারের পক্ষের লোকদের খুঁজতে তালেবান ঘরে ঘরে অভিযান চালাচ্ছে। এতে বলা হয়েছে, তালেবান যোদ্ধারা তাদের টার্গেট করা মানুষজনকে বাড়ি বাড়ি গিয়ে খুঁজছে এবং তাদের পরিবারের সদস্যদের হুমকি দিয়ে আসছে।

জাতিসংঘকে যারা গোয়েন্দা তথ্য সরবরাহ করতেন, তালেবান তাদেরকে টার্গেট করছে বলে এক গোপন নথিতে সতর্ক করা হয়েছে। নরওয়েজিয়ান সেন্টার ফর গ্লোবাল অ্যানালাইসিস এর একটি গোপন নথিতে এসব তথ্য জানা যায়। জাতিসংঘ এই সংস্থার থেকেই গোয়েন্দা তথ্য পেত।

ওই প্রতিবেদন তৈরিতে দলের প্রধান হিসেবে কাজ করেছেন ক্রিস্টিয়ান নেলম্যান। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তালেবান বর্তমানে যাদের টার্গেট করছে, তাদের সংখ্যা অনেক বেশি এবং এই হুমকির বিষয়টি স্পষ্ট। এটি লিখিতভাবে বলা হয়েছে যে, যদি তারা নিজেরা ধরা না দেয়, তাহলে তালেবান ওই ব্যক্তিদের পরিবর্তে তার পরিবারের সদস্যদের গ্রেপ্তার ও বিচার করবে, জিজ্ঞাসাবাদ করবে এবং শাস্তি দেবে।’

তালেবান ক্ষমতা দখল করায় দেশটিতে নারীদের অধিকার ও সংবাদমাধ্যমের স্বাধীনতার বিষয়টি হুমকির মুখে পড়েছে। অনেক নারী আফগানিস্তান ছেড়ে পালাচ্ছেন। যদিও তালেবান আশ্বস্ত করেছে যে, তারা নারীদের যথাযথ অধিকার এবং সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে।

তালেবানরা প্রতিশ্রুতি দিয়েছে যে, তারা নারীদের বোরকা পরতে বাধ্য করবে না। এর পরিবর্তে, নারীদের হিজাব বা মাথা ঢাকতে হেড স্কার্ফ পরা বাধ্যতামূলক করা হবে।

এদিকে, জার্মানির সংবাদমাধ্যম ডয়েচে ভেলে বলছে, তাদের এক সাংবাদিককে ধরতে তালেবান ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে। ওই সাংবাদিকের এক আত্মীয়কে তালেবান ইতোমধ্যে খুন করেছে।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও-

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

Green Tea
সর্বশেষ