আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৪৭, ২৩ আগস্ট ২০২১
কারাগারে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্টের আত্মহত্যার চেষ্টা

কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজ। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে দেশটির একজন কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেছেন, ২০১৯ সালে সরকারবিরোধী বিক্ষোভে গণহত্যা চালানোর দায়ে সাবেক প্রেসিডেন্ট জিনিন আনেজকে অভিযুক্ত করা হয়েছে। এই অভিযোগ গঠনের পরপরই তিনি কারাগারে আত্মহত্যার চেষ্টা করেছেন।
দেশটির কারাগারের পরিচালক জুয়ান কার্লোস লিম্পিস বলেছেন, আমরা সন্দেহাতীতভাবে বলতে পারি যে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তিনি বলেন, এই মুহূর্তে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কারাগারেই আছেন। তার মানসিক অবস্থার উন্নতিতে সহায়তার জন্য পরিবার পাশে থাকা গুরুত্বপূর্ণ।
আনেজের মেয়ে ক্যারোলিনা রিবেরা বলেন, ভয়াবহ মানসিক অবসাদের কারণে গত শনিবার তার মা আত্মহত্যার চেষ্টা করেন। দীর্ঘ কারাবাসের কারণে তিনি মানসিকভাবে দূর্বল হয়ে পড়েছিলেন।
অপরদিকে আনেজের আইনজীবী নর্মা কুয়েলার বলেন, সাবেক এই প্রেসিডেন্টের সহায়তা প্রয়োজন। দীর্ঘদিন ধরেই তাকে হয়রানি করা হচ্ছে।
৫৪ বছর বয়সী আনেজকে চলতি বছরের শুরুতেই আটক করা হয়। ২০১৯ সালে দীর্ঘদিন ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসকে ক্ষমতাচ্যুত করার জন্য তিনি অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
তবে সব ধরনের অভিযোগ অস্বীকার করে আনেজ বলেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বিচারের অপেক্ষায় থাকা অবস্থায়ই তাকে কারাগারে পাঠানো হয়।
গত শুক্রবার অ্যাটর্নি জেনারেল জুয়ান ল্যানচিপা ঘোষণা দেন যে, আনেজের বিরুদ্ধে ২০১৯ সালের নভেম্বরের দুটি ঘটনায় অভিযোগ আনা হয়েছে। সে সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে ২২ জন নিহত হয়।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান