Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৩২, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৯:২৪, ২৪ আগস্ট ২০২১

যুক্তরাষ্ট্র দেশ ছেড়ে গেলে তবেই সরকার গঠন করবে তালেবান

যতক্ষণ না যুক্তরাষ্ট্রের সেনা আফগানিস্তান ছাড়ছে ততক্ষণ নতুন সরকার গঠন করা হবে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছে তালেবান সূত্র।

আগামী ৩১ আগস্টের মাধ্যমে সমস্ত সেনা প্রত্যাহার করার কথা যুক্তরাষ্ট্রের। সেটি না হলে যুক্তরাষ্ট্রকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে তালেবান।

৩১ আগস্টের মধ্যে যুক্তরাষ্ট্রের সমস্ত সেনা আফগানিস্তান ছাড়বে বলেই তালেবানের সঙ্গে সমঝোতা হয়েছিল হোয়াইট হাউজের। প্রাথমিকভাবে এমন খবরই সামনে এসেছিল। গত ১৫ আগস্ট তালেবান বাহিনী কাবুল দখল নিশ্চিত করতেই আফগানিস্তানের রাজধানী শহরে বসবাসকারী যুক্তরাষ্ট্রের নাগরিকেরা আফগানিস্তান ছাড়তে উদ্যত হয়েছেন।

ইতোমধ্যে প্রায় ১৭ হাজার নাগরিককে বাইডেন প্রশাসন দেশে ফিরিয়ে নিয়ে গেলেও এখনও প্রচুর মানুষ আটকে রয়েছেন কাবুলে। তাঁদের প্রত্যেককে দেশে ফেরাতে গেলে ৩১ আগস্টের বেশি সময় লেগে যাতে পারে বলেই মনে করা হচ্ছে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে ওই সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে জি-৭ বৈঠকেও আলোচনা হয়েছে বলে জানা গেছে।

তালেবান স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকদের দেশে ফেরানোর কাজ নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করতে হবে। সময়সীমা বাড়ানো হবে না। সমঝোতার অন্যথা হলে পরিণাম খারাপ হবে বলেই হুমকি দিয়েছেন এক তালেবান মুখপাত্র। তারপরই তালেবানের পক্ষ থেকে বলা হল, আফগানিস্তানে একজন মার্কিস সেনা থাকলেও নতুন সরকার গড়বে না তারা।

আইনিউজ/এসডি

 

আইনিউজ ভিডিও

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

Green Tea
সর্বশেষ