Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২৪ আগস্ট ২০২১
আপডেট: ১৮:৫৭, ২৪ আগস্ট ২০২১

কাবুল থেকে ইউক্রেনের উড়োজাহাজ ছিনতাই

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ইউক্রেনের উড়োজাহাজ ছিনতাই করা হয়ছে। 

মঙ্গলবার (২৪ আগস্ট) ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইয়েভগেনি ইয়েনিন এ তথ্য নিশ্চিত করেছেন।

উপ-পররাষ্ট্রমন্ত্রী জানান, উড়োজাহাজটি ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য কাবুলে গেলে সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিরা তা ছিনতাই করে ইরানে নিয়ে গেছে।

তিনি বলেন, উড়োজাহাজটিকে ইরান নিয়ে যাওয়া হয়েছে খবর পাওয়ার পর এবিষয়ে ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

উড়োজাহাজটি ইউক্রেনের নাগরিকদের সরিয়ে নিতে গত সপ্তাহে কাবুল বিমানবন্দরে এসেছিল বলে জানা গেছে।

ইউক্রেন জানায়, গত রোববার আমাদের একটি বিমান ছিনতাই করে নিয়েছিল কিছু লোক। কিন্তু মঙ্গলবার আমাদের বিমানটি সত্যি চুরি করা হয়েছে। কাবুল ছেড়ে যাওয়ার আগে তারা বিমানটি থেকে ইউক্রেনের যাত্রীদের নামিয়ে দিয়েছে। কাবুল থেকে আমাদের নাগরিকদের সরিয়ে নিয়ে আসার তিনটি প্রচেষ্টা পরপর ব্যর্থ হয়েছে কারণ ইউক্রেনের নাগরিকরা এয়ারপোর্টেই যেতে পারছে না।

এ ঘটনার পর কাবুল এয়ারপোর্টে বিমান চলাচল স্থগিত করেছে আফগানিস্তানের বিমান চলাচল সংস্থা। 

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ