Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ২৩:২১, ২৬ আগস্ট ২০২১

আমেরিকান বিমানের নামে আফগান শিশুর নাম

'রিচ-৮২৮' নাম রাখা হয়েছে আফগান নারীর কন্যা সন্তানের। তাকে রিচ নামেই ডাকা হবে।

আজ (২৬ আগাস্ট) মার্কিন বিমানে জন্ম নেয় আফগান নারীর এক কন্যা সন্তান। বিমানটির কোড নম্বর অনুযায়ী শিশুটির নাম রাখা হয়েছে। এই বিমানটি ছিলো সি-১৭ ক্যাটাগরির কার্গো, এর কোড নম্বর ছিলো ৮২৮।

সাধারণত সি-১৭ ক্যাটাগোরির কার্গো বিমানকে অন্যান্য বিমান ও কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য ‘রিচ’ নামে ডাকা হয়।

সে অনুযায়ী শিশুটির বাবা-মায়ের পছন্দেই নাম রাখা হয় 'রিচ-৮২৮'। বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন সেনাবাহিনীর ইউরোপিয়ান কমান্ডের জেনারেল টোড ওল্ডার্স।

ইতোমধ্যে রিচ ও তার বাবা-মাকে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।

আইনিউজ/শাফায়াত

Green Tea
সর্বশেষ