Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫৬, ২৬ আগস্ট ২০২১
আপডেট: ২৩:১৬, ২৬ আগস্ট ২০২১

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলা, শিশুসহ নিহত অন্তত ১৩

আফগানিস্তানের রাজধানী কাবুলে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ এক বিস্ফোরণে শিশুসহ অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে।

পশ্চিমা সৈন্য-নাগরিক ও তাদের আফগান সহযোগীদের সরিয়ে নেওয়ার ব্যাপক তোড়জোড়ের মধ্যেই এ ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৬ আগস্ট) কাবুল বিমানবন্দরে অন্তত দুই আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়েছে বলে নিশ্চিত করেছে তালেবান।

এদিকে রয়টার্সকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, দুইজন আত্মঘাতী বোমা হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিস্ফোরণের বিষয়টি এরই মধ্যে প্রেসিডেন্ট জো বাইডেনকে জানানো হয়েছে।

আফগানিস্তানের কাবুল এয়ারপোর্টে আইএসের সন্ত্রাসী হামলার আশঙ্কা প্রকাশ করেছিলো যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশ। এর একদিন যাওয়ার আগেই কাবুল বিমানবন্দরে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বৃহস্পতিবার এক টুইট বার্তায় বিস্ফোরণের এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে রয়টার্স জানাচ্ছে এক আত্মঘাতী বোমা হামলায় এই বিস্ফোরণের ঘটনা।

টুইট বার্তায় পেন্টাগনের মুখপাত্র বলেছেন, ‘কাবুল বিমানবন্দরের বাইরে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আমরা নিশ্চিত করছি। তবে এখনো হতাহতের বিষয়ে জানতে পারিনি। আমরা জানতে পারলেই বিস্তারিত তথ্য জানানো হবে।’

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, অ্যাবে গেটের প্রবেশদ্বারে বিস্ফোরণ ঘটেছে যেখানে সাম্প্রতিক দিনগুলোয় ব্রিটিশ সেনারা অবস্থান করছে। এটি ছিল একটি সন্ত্রাসী হামলার হুমকির সতর্কতার কারণে বন্ধ করে দেওয়া তিনটি গেটের একটি।

ভয়াবহ এই বিস্ফোরণের কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী ইসলামিক স্টেট খোরাসান (আইএসআইএস-কে) আত্মঘাতী হামলা চালাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে। বিস্তারিত...

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

দীর্ঘ ১০ বছর পুরুষের বেশ ধরে তালেবানদের বোকা বানিয়েছেন যে নারী

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা

বিল গেটস, ইলন মাস্ক বা জেফ বেজোস নয়। জানেন বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?

Green Tea
সর্বশেষ