Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৫০, ২৮ আগস্ট ২০২১
আপডেট: ১১:০৬, ২৮ আগস্ট ২০২১

কাবুলে বিস্ফোরণের জবাবে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলা

আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে ভয়াবহ হামলা চালানো আইএস-কে (খোরাসান) এর ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডের হুঁশিয়ারির পর এই হামলা চালালো মার্কিন বাহিনী। 

 স্থানীয় সময় শুক্রবার (২৭ আগস্ট) এ হামলা চালানো হয়।

মার্কিন সেনাবাহিনীর দাবি—ওই হামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট খোরাসানের (আইএস-কে) একজন সদস্য নিহত হয়েছেন, যিনি কাবুল বিমানবন্দরে প্রবেশমুখে আত্মঘাতী বোমা হামলার অন্যতম একজন ‘পরিকল্পনাকারী’। তবে তার নাম জানায়নি মার্কিন বাহিনী। খবর বিবিসির।

মার্কিন কেন্দ্রীয় কমান্ডের ক্যাপ্টেন বিল আরবান এক বিবৃতিতে বলেছেন, 'আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ড্রোন দিয়ে হামলা করা হয়েছে। প্রাথমিক ইঙ্গিত হচ্ছে আমরা টার্গেটকে হত্যা করেছি।' 

পেন্টাগন সূত্রে খবরে বলা হয়েছে, মার্কিন সেনারা ওই অভিযান পরিচালনা করেন। নিখুঁত টার্গেটে গুঁড়িয়ে দেওয়া হয়েছে জঙ্গিদের গোপন ঘাঁটি।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুল বিমানবন্দর। বিস্ফোরণের পর গুলিও চালায় হামলাকারীরা। এতে এখন পর্যন্ত ১৭৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৩ মার্কিন সেনাও রয়েছেন। হামলার কয়েক ঘণ্টা পরে দায় স্বীকার করে আইএস-কে।

এরপর হামলার বিষয়ে বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন জো বাইডেন। এরপর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 'আমরা ক্ষমা করব না। আমরা ভুলে যাব না। আমরা ওদের খুঁজে বের করব এবং হিসাব বুঝে নেব'।

আইনিউজ/এসডি

আইনিউজ ভিডিও

দীর্ঘ ১০ বছর পুরুষের বেশ ধরে তালেবানদের বোকা বানিয়েছেন যে নারী

তালেবানদের নৃশংসতা: সাংবাদিককে না পেয়ে তার পরিবারের সদস্যকে হত্যা

তালেবান-আফগান ইস্যুতে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা

তালিবানি যুগের আগে যেমন ছিলেন আফগান নারীরা

Green Tea
সর্বশেষ