Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৩ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ২৯ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৩, ২৮ আগস্ট ২০২১
আপডেট: ২১:৪৬, ২৮ আগস্ট ২০২১

ভারতে একদিনে রেকর্ড ১ কোটি ডোজ টিকাদান

একদিনে ১ কোটির বেশি ডোজ টিকা দিয়ে নতুন রেকর্ড গড়েছে ভারত। দেশটি শুক্রবার ১ কোটি ৩ লাখ ৩৫ হাজার ২৯০ ডোজ টিকা দিয়েছে।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশটি এ পর্যন্ত ৬২ কোটি ২৯ লাখ ৮৯ হাজার ১৩৪ ডোজ টিকা দিয়েছে।

বাসস জানায়, এর আগের দৈনিক ৯২ লাখ ডোজ টিকাদানের রেকর্ড গড়েছিল ভারত।

গত এপ্রিল ও মে মাসে করোনাভাইরাসের ভয়ঙ্কর থাবায় দুই লাখের বেশি মানুষের মৃত্যুতে কড়া সমালোচনার মুখে পড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার।

টিকার এই মাইলফলককে ১৩০ কোটি জনসংখ্যার দেশটির জন্য একটি ‘গুরুত্বপূর্ণ অর্জন’ হিসেবে প্রশংসা করেছেন তিনি।

এক টুইটে ‘যারা টিকা গ্রহণ করেছেন এবং যারা টিকা প্রদান করছেন তাদের সফলতার প্রশংসা করেন’ নরেন্দ্র মোদি।

ভারত সরকার চলতি বছরের শেষ নাগাদ প্রাপ্তবয়স্ক ১১০ কোটি লোককে টিকা দেওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু টিকা সংকট, প্রশাসনিক সংশয় ও দ্বিধার কারণে টিকাদানের অগ্রগতি ব্যাহত হয়েছে।

গত জানুয়ারিতে টিকাদান শুরুর পরে মাত্র ১৫ শতাংশ লোককে দু’টি ডোজ দেওয়া সম্ভব হয়েছে।

এপ্রিল-মে মাসে করোনার বিধ্বংসী উত্থানের পর থেকে ভারতে দৈনিক সংক্রমণ সংখ্যা নাটকীয়ভাবে কমে এসেছে। তবে আগামী মাসের শুরুতে আরেকটি নতুন ঢেউ আছড়ে পড়ার বিষয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

শনিবারের তথ্য অনুযায়ী দৈনিক সংক্রমণ সংখ্যা আবারও ৪০ হাজার ছাড়িয়ে গেছে। গত দুই মাসের মধ্যে নতুন সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ ৪৬ হাজার দাঁড়িয়েছে। মারা গেছেন পাঁচ শতাধিক।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ