আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১৭:১২, ৩০ আগস্ট ২০২১
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর সাথে ফিলিস্তিনের প্রেসিডেন্টের বৈঠক

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠক করেছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ। গত জুনে নাফতালি বেনেট ইসরাইলের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে এটি প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
সোমবার কর্মকর্তারা বলেছেন, নিরাপত্তা ও অর্থনৈতিক বিষয়ে ৮৫ বছর বয়সী ফিলিস্তিনি নেতার সঙ্গে আলোচনা করতে গানৎজ রামাল্লার পশ্চিম তীর শহরে ভ্রমণ করেন।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্র সফরে যান ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি এই সফর থেকে ফেরার পরই ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হলো।
ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘প্রতিরক্ষামন্ত্রী বেনি গানৎজ ফিলিস্তিনি কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদ আব্বাসের সঙ্গে রবিবার সন্ধ্যায় সাক্ষাৎ করেন। বৈঠকে নিরাপত্তা নীতি, বেসামরিক ও অর্থনৈতিক বিষয়ে আলোচনা হয়।’
ইসরাইলের জোট সরকারের একটি কেন্দ্রীয় দলের প্রধান গানৎজ। বৈঠকে তিনি মাহমুদ আব্বাসকে বলেন, ইসরাইল এমন কিছু পদক্ষেপ নিতে চায় যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অর্থনীতিকে শক্তিশালী করবে। এছাড়া তারা পশ্চিম তীর ও গাজার নিরাপত্তা ও অর্থনীতি বিষয়েও আলোচনা করেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। তারা এভাবে আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারেও সম্মত হন।
বৈঠকে উপস্থিত ছিলেন ফিলিস্তিনি ভূখণ্ডে বেসামরিক বিষয়াবলী দেখভালের দায়িত্বে থাকা ইসরাইলি সামরিক শাখার প্রধান ঘাসান আলিয়ান, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সিনিয়র কর্মকর্তা হুসেইন আল শেখ, ফিলিস্তিনের গোয়েন্দা বিভাগের প্রধান মজিদ ফারাজ।
আল শেখ টুইটারে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেন। গানৎজের কার্যালয় বলেছে, বৃহত্তর আলোচনার পর প্রতিরক্ষামন্ত্রী ও মাহমুদ আব্বাস ওয়ান-অন-ওয়ান আলোচনা করেন।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান