Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৫, ৩০ আগস্ট ২০২১

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা, নিহত ২

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তের ওপার থেকে তথা আফগান ভূখণ্ড থেকে ছোড়া গুলিতে কমপক্ষে দুজন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তালেবান ক্ষমতা দখলের পর দেশ দুইটির সীমান্তে এমন ঘটনা ঘটল।

পাকিস্তানের সেনাবাহিনী বলেছে, তারা হামলার প্রতিশোধ নিয়েছে। এতে দুই-তিনজন হামলাকারী নিহত হয়েছে। যদিও তাদের এই দাবি শতভাগ সত্য কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। কারণ পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় উপজাতিদের বসবাসকারী অঞ্চলে সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের প্রবেশে কড়া বিধিনিষেধ রয়েছে। পাকিস্তানের বাজাউর জেলায় এই ঘটনা ঘটে।

তবে, পাকিস্তানের সেনাবাহিনী এটা নিশ্চিত করেনি যে, রবিবারের এই হামলার জন্য কারা দায়ী। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী বলেছে, ‘গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে ২-৩ জন সন্ত্রাসী নিহত হয়েছে। আহত হয়েছে ৩-৪ জন।’

আফগান ভূখণ্ড ব্যবহার করে সন্ত্রাসীদের পাকিস্তানের বিরুদ্ধে এমন ঘটনা ঘটানোর নিন্দা জানানো হয়েছে বিবৃতিতে। সেই সাথে পাকিস্তান বিশ্বাস করে যে, আফগানিস্তানের কোনো সরকার এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করবে না।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ বলেছেন, ‘ইসলামাবাদ প্রত্যাশা করে, তালেবান যেন আফগান সীমান্ত ব্যবহার করে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে হামলা করার সুযোগ না দেয়।’

ইসলাবামাদ অভিযোগ করে যে, আফগানিস্তানের ভূখণ্ড ঘাঁটি হিসেবে ব্যবহার করে পাকিস্তানি তালেবান গত জুলাইয়ে উত্তর পাকিস্তানে আত্মঘাতী হামলা চালায়। যে ঘটনায় ৯ জন চীনা কর্মী ও ৪ জন পাকিস্তানি নিহত হয়।

সূত্র: আল জাজিরা।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ