Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৩:৩৮, ৩০ আগস্ট ২০২১
আপডেট: ২৩:৫০, ৩০ আগস্ট ২০২১

লাদেনের সহযোগী ও আল কায়েদার শীর্ষনেতা আমিন আফগানিস্তানে

ওসামা বিন লাদেনের বিশ্বস্ত অনুচর আমিন উল হক ফিরলেন আফগানিস্তানে। আল-কায়েদার শীর্ষ নেতা আমিন উল হক একসময় লাদেনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।

আফগানিস্তানের এক স্থানীয় সাংবাদিক তার টুইটারে লেখেন, ‘তালিবান আফগানিস্তানের দখল নেওয়ার পর দেশে ফিরলেন আল কায়দার বড় নেতা আমিন উল হক।’ এছাড়াও টুইটারে লাদেনের ঘনিষ্ঠ সহযোগী আমিন উল হকের ফিরে আসার ভিডিও পোস্ট করেন। ভিডিওতে দেখা যায় তিনি গাড়িতে উঠে দেশের বাড়িতে ফিরছেন। আফগানিস্তানের নানগরহর প্রদেশে আমিনের বাড়ি।

তোরা বোরার যুদ্ধে যখন ব্রিটিশ আর আমেরিকার সেনাদের হাত থেকে বাঁচতে গা ঢাকা দিয়েছিলেন লাদেন, তখন এই আমিনই ছিলেন আল কায়দার তৎকালীন প্রধান ওসামা বিন লাদেনের দেহরক্ষী। তারই নেতৃত্বে লাদেনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপদ আশ্রয়ে।

তোরা বোরার যুদ্ধ হয়েছিল ২০০১ সালে। তার দশ বছর পর পাকিস্তানের অ্যাবটাবাদে আমেরিকার সেনাবাহিনীর গুলিতে নিহত হন ওসামা। সেই ঘটনার পর থেকে নানগরহরে আর দেখা যায়নি আমিনকে। আবার তিনি যখন আফগানিস্তানে ফিরলেন, তখন আফগানিস্তান পুরোপুরি তালিবানের হাতে।

ফলে প্রশ্ন উঠেছে এই প্রত্যাবর্তন কি নেহাৎ সমাপন, না কি পরিকল্পনা করেই এই সময়ে দেশে ফিরলেন লাদেনের অনুচর তথা আল কায়দার শীর্ষ নেতা আমিন।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ