Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:০৯, ৪ সেপ্টেম্বর ২০২১

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলের বিমান হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছাকাছি কিছু স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় সিরীয় প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত তৎপর হয়ে ওঠে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভয়েস অব আমেরিকা জানায়, বিগত দুই সপ্তাহের মাঝে শুক্রবার প্রথম প্রহরে চালানো হামলাটি ছিল দ্বিতীয়।

তবে এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

সিরীয় সামরিক বাহিনীর উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় সব ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপতিত করে।

আরও জানায়, স্থানীয় সময় রাত ১টা ২৬ মিনিটের ওই হামলায় তাদের যৎসামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সিরিয়াকে ইরানের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে অনেক দিন লক্ষ্যস্থল বলে আসছে ইসরায়েল। অনেক বছর ধরে হামলাও চালিয়ে আসছে। ২০১১ সালে সিরীয় সংঘাতে বাশার আল আসাদকে সহায়তা দিতে লেবাননের হিজবুল্লাহসহ ইরান সমর্থিত বাহিনীর উপস্থিতি বৃদ্ধি পায়।

এ দিকে সিরিয়ার বিমান হামলার সময়ে ইসরায়েলের মধ্যাঞ্চলের অনেক বাসিন্দা বিকট বিস্ফোরণের কথা জানান।

ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানায়, এটি ছিল একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, যা সমুদ্রের ওপরে বিস্ফোরিত হয়। এ বিষয়েও ইসরায়েলের সামরিক বাহিনী কোনো মন্তব্য করেনি।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ