Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:২৫, ৪ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২১:৩১, ৪ সেপ্টেম্বর ২০২১

কাবুলে কি করছেন আইএসআই প্রধান?

পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) প্রধান ফয়েজ হামিদ আফগানিস্তানের কাবুলে গেছেন। তালেবান শাসনামলে দেশটিতে যাওয়া প্রথম উচ্চ পর্যায়ের বিদেশি কর্মকর্তা তিনি।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এখবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, তার সফরসঙ্গী হয়েছেন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তারা। হামিদের আগমন অনলাইনে আফগানদের মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। পাকিস্তান এবং আইএসআই এর বিরুদ্ধে তালেবানদের সহায়তা ও প্ররোচনা দেওয়ার অভিযোগ রয়েছে।

এদিকে আফগান সরকারের ইমেইল অ্যাকাউন্টগুলো লক করে দিয়েছে গুগল। তবে এটা করা হয়েছে অস্থায়ীভাবে। কী পরিমাণ অ্যাকাউন্ট লক করা হয়েছে, তা জানানো হয়নি। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আফগান সরকারের সাবেক কর্মকর্তারা এবং আন্তর্জাতিক অংশীদাররা ফেলে আসা ডিজিটাল পেপার ট্রেইল নিয়ে ভয় পাচ্ছিলেন। তালেবানরা কাবুল দখলের পর শোনা গিয়েছিল, বায়োমেট্রিক সিস্টেম ও সরকারি তথ্যভাণ্ডার ব্যবহার করে তারা বিরোধী কর্মকর্তাদের খুঁজে বের করতে পারে।

এদিকে এক বিবৃতিতে গুগল জানিয়েছে, সংস্থাটি আফগানিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং প্রাসঙ্গিক অ্যাকাউন্টগুলো সুরক্ষিত করার জন্য অস্থায়ী পদক্ষেপ নিচ্ছে।

আইনিউজ/এসডি

মনে আছে অর্থমন্ত্রী সাইফুর রহমানের কথা?

Green Tea
সর্বশেষ