আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২৩:৩০, ৫ সেপ্টেম্বর ২০২১
তালেবানের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগ

বানু নেগার
আফগানিস্তানে অন্তঃসত্ত্বা এক নারী পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে তালেবানের বিরুদ্ধে। ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসিকে রোববার ওই পুলিশ কর্মকর্তার পরিবার এই বিষয়টি জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, তালেবানের হাতে নিহত ওই নারী পুলিশ কর্মকর্তার নাম বানু নেগার। দেশটির মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশের রাজধানী ফিরোজকোহে পারিবারিক বাসভবনে তালেবান তাকে গুলি করে হত্যা করে।
নিহতের পরিবার জানিয়েছে, স্থানীয় এক তালেবান নেতা তাদেরকে বিষয়টি তদন্তের প্রতিশ্রতি দিয়েছেন।
নিহতের পরিবারের মাধ্যমে বিবিসির হাতে আসা ছবিতে দেখা যাচ্ছে, বাড়ির এক কক্ষে দেয়ালে রক্ত ছড়িয়ে-ছিটিয়ে আছে। রক্তাক্ত মরদেহের মুখ ক্ষবিক্ষত। চেনা যাচ্ছে না।
নিহতের পরিবার আরও জানিয়েছে, স্থানীয় একটি কারাগারের দায়িত্বে থাকা বানু নেগার আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আচমকা তিনজন বন্দুকধারী শনিবার তাদের বাড়িতে আসেন। তারপর পরিবারের অন্য সদস্যদের বেঁধে রেখে তাদের সামনে তাকে গুলি করে হত্যা করা হয়।
এক প্রত্যক্ষদর্শী অবশ্য বিবিসিকে জানিয়েছেন, বন্দুকধারীরা আরবিতে কথা বলছিলেন। উল্লেখ্য, আফগানরা মূলত পশতু ভাষায় কথা বলে।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতা দখলের পর তালেবান তাদের আগের শাসনামলের তুলনায় কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিলেও আফগানিস্তানে নারীদের ওপর নিপীড়নের যেসব ঘটনা ঘটছে, তার সঙ্গে তাদের প্রতিশ্রুতির কোনো মিল পাওয়া যাচ্ছে না।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান