Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১২ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৬, ৮ সেপ্টেম্বর ২০২১

ইন্দোনেশিয়ার কারাগারে আগুন লেগে ৪১ জনের মৃত্যু

ইন্দোনেশিয়ার একটি কারাগারে আগুন লেগে অন্তত ৪১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির বানটন প্রদেশের একটি কারাগারে এই ঘটনা ঘটেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত একটার দিকে দেশটির টাঙ্গেরাং কারাগারে আগুন লাগে। কারাগারটিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দিদের গাদাগাদি করে রাখা হয়েছিল। খবর রয়টার্সের

স্থানীয় কমপাস টিভিতে বলা হয়েছে, দমকলকর্মীরা ভবনের বিশাল আগুন নেভানোর চেষ্টা করছেন। এই ঘটনায় এখন পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশের মুখপাত্র ইউস্রি ইউনুস বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় ৭৩ জন হালকা আঘাত পেয়েছেন।

খবরে বলা হয়েছে, ৬০০ জনের ধারণ ক্ষমতা হলেও সেখানে প্রায় ২ হাজার বন্দিকে রাখা হয়েছিল।

এক কর্মকর্তা জানিয়েছেন, কারাগারটির ব্লক সিতে আগুন লাগে যেখানে মাদক সংক্রান্ত নানা অপরাধীকে রাখা হয়েছিল। সেখানে এখনও উদ্ধারকাজ চলছে। আগুনের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি। তবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আইনিউজ/এসডি

Green Tea
সর্বশেষ