Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৫:১৩, ১০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ২৩:৫৬, ১০ সেপ্টেম্বর ২০২১

উপ-নির্বাচনে মমতার প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়

প্রিয়াঙ্কা তিব্রেওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টেক্কা দিতে প্রার্থী ঘোষণা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। ক্ষমতাসীন বিজেপির হয়ে মমতার সঙ্গে লড়বেন আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রেওয়াল। 

এই কেন্দ্রে সিপিএম প্রার্থী হচ্ছেন আইনজীবী শ্রীজীব বিশ্বাস। আগামী ৩০ সেপ্টেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল জানানো হবে ৩ অক্টোবর।

বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জে প্রার্থী মারা যান। এ দুই আসনেও একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হবে। ফল ঘোষণাও হবে একই দিন। জানা গেছে, সামশেরগঞ্জে বিজেপির প্রার্থী করা হয়েছে মিলন ঘোষকে। জঙ্গিপুরে গেরুয়া শিবিরের প্রার্থী সুজিত দাস।

গত বিধানসভা ভোটে ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন। তার পরই তৃণমূল সূত্রে জানা গেছে, এ আসনে প্রার্থী মমতাই। শুক্রবার মমতার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।

পশ্চিমবঙ্গে এবার আট দফায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শুরু হয় ২৭ মার্চ। ফলাফল প্রকাশ হয় ২ মে।

সূত্র: আনন্দবাজার

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ