আন্তর্জাতিক ডেস্ক
কানাডার সংসদ নির্বাচন আজ

কানাডায় ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ আজ। নির্বাচনে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দলের সঙ্গে বিরোধীদের হাড্ডিাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে।
ইলেকশনস কানাডার তথ্যমতে, দেশটিতে এবার ভোটার রয়েছেন ২ কোটি ৭০ লাখের বেশি। এর মধ্যে আগাম ভোটে প্রায় ৫৭ লাখ ৮০ হাজার ব্যালট জমা পড়েছে। গত ১০-১৩ সেপ্টেম্বর পর্যন্ত আগাম ভোট দেওয়ার সুযোগ ছিল।
কানাডার নির্বাচনে স্থানভেদে ভোটগ্রহণ শুরু ও শেষের সময়ে মধ্যে বেশ পার্থক্য রয়েছে। সবার শেষে ভোটগ্রহণ বন্ধ হবে দেশটির পশ্চিম উপকূলে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।
স্থানীয় নির্বাচনী কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক মেইল-ইন-ব্যালট জমা পড়ায় ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণায় কিছুটা বিলম্ব হতে পারে।
কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষের নাম হাউস অব কমন্স। এতে আসন রয়েছে ৩৩৮টি। এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো দলকে অন্তত ১৭০টি আসনে জিততে হবে।
এবারের নির্বাচনে ট্রুডোর লিবারেল পার্টি এবং এরিন ও’টুলের নেতৃত্বাধীন বিরোধী দল কনজারভেটিভ পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে বিভিন্ন জরিপে। দুই দলেরই জনপ্রিয়তা ৩১-৩২ শতাংশের মতো। এছাড়া জগমিৎ সিংয়ের নিউ ডেমোক্রেটিক পার্টির জনসমর্থন রয়েছে প্রায় ২০ শতাংশ। তবে নির্বাচনে ট্রুডোর দলই বেশি আসনে জিততে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।
আইনিউজ/এসডিপি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান