Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৯, ২০ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৩:৫৯, ২১ সেপ্টেম্বর ২০২১

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, নিহত ৮

রাশিয়ার পার্ম শহরের একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে অন্তত আটজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। 

স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। এতে আটজন নিহত হন। দেশটির কর্তৃপক্ষের বরাত বিবিসি জানিয়েছে এ তথ্য।

হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী মস্কো থেকে ১৩০০ কিলোমিটার( ৮০০ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে। হামলার সময় শিক্ষার্থী ও শিক্ষকরা ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন, কেউ লাফ দিয়ে ফটকের বাইরে চলে যান।

পুলিশ জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে আটকের সময় সে আহত হয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ