Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ২৬ জুলাই ২০২৫,   শ্রাবণ ১১ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:১২, ২৩ সেপ্টেম্বর ২০২১
আপডেট: ১৮:৩৬, ২৩ সেপ্টেম্বর ২০২১

যুক্তরাষ্ট্রে বুস্টার ডোজের অনুমোদন পেল ফাইজার

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়ার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ (এফডিএ)। জরুরি ব্যবহারে অনুমোদনের নীতিতে পরিবর্তন এনে টিকার অতিরিক্ত ডোজের ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে।

জানা গেছে, ৬৫ বা তার বেশি বয়সী নাগরিক, প্রাণঘাতী করোনার উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং যাদের নিয়মিত ভাইরাসের সংস্পর্শে যেতে হয় তাদের জন্য এ অনুমোদন।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, এ সিদ্ধান্ত অন্তত ছয় মাস আগে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছিলেন এমন লাখ লাখ মার্কিনির জন্য আগামী কয়েক দিনের মধ্যেই বুস্টার ডোজ সরবরাহের পথ সুগম করেছে।

এর ফলে স্বাস্থ্যসেবা কর্মী, শিক্ষক, ডে কেয়ার কর্মী, মুদি দোকানের কর্মী, কারাগার ও গৃহহীন আশ্রয়কেন্দ্রে থাকা ব্যক্তিরা— এমন অসংখ্য মানুষ বুস্টার ডোজ নেওয়ার সুযোগ পাবেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন এফডিএ’র ভারপ্রাপ্ত কমিশনার জ্যানেক উডকক।

তবে এফডিএ অনুমোদন দিলেও ফাইজারের বুস্টার ডোজ এখনো যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) ছাড়পত্র পায়নি। টিকার তৃতীয় ডোজ নিয়ে আজ সংস্থার অ্যাডভাইজরি কমিটি অন ইমিউনাইজেশন প্র্যাকটিসেসের (এসিআইপি) বৈঠকের কথা রয়েছে।

আইনিউজ/এসডিপি 

Green Tea
সর্বশেষ