হৃদয় দেবনাথ, কাছাড়া, আসাম
আপডেট: ২৩:৩৯, ২৩ সেপ্টেম্বর ২০২১
স্ত্রীকে ধর্ষণের অভিযোগে স্বামীর হাজতবাস

স্বামীর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা বিবাহিত স্ত্রীর। এরকম একটি অবিশ্বাস্য ঘটনা ঘটল ভারতবর্ষের কাছাড় জেলার ধোয়ারবন্দে। ২৩ বছরের যুবক স্বামী সুদাম বাকতির উপর তার বিবাহিত স্ত্রী অনুশ্রী গত ৩ জুন ধোয়ারবন্দ থানায় একটি মামলা দায়ের করে।
পরিবারের পক্ষ থেকে সুদামের মা দশমী বাকতি সংবাদমাধ্যমে জানান যে সুদীর্ঘ আনুমানিক ৬ বছরের সত্যিকারের প্রেম ভালোবাসার বিনিময়ে ভালোবাসার অপরাধে ‘অপরাধী’ হয়ে শিলচর সেন্ট্রাল জেলে প্রায় ৩ মাস হাজত বাস করতে হয়েছিল তার ছোটো ছেলে সুদামকে। প্রায় একমাস প্রেমিক সুদাম ও প্রেমিকা অনুশ্রী স্বামী-স্ত্রী রূপে ঘর সংসার করেছিল বলে জানান তিনি।
সম্প্রতি হাজত থেকে ছাড়া পেয়ে বাড়িতে আসলে গত ১৬ সেপ্টেম্বর দুপুরে ধোয়ারবন্দের দক্ষিণ টিলার অর্ধশতাধিক পুরুষ ও মহিলারা জড় হয়ে স্বামী সুদাম বাকতি ও তার পরিজনেরা হাতে প্ল্যাকার্ড নিয়ে সুদামের বিবাহিত স্ত্রী অনুশ্রী গোয়ালার বিরুদ্ধে এক প্রতিবাদী মিছিল করে ধোয়ারবন্দ বাজার স্থিত থানায় উপস্থিত হন এবং উক্ত থানার বর্তমান ভারপ্রাপ্ত ওসি প্রণব কুমার ডেকা মহাশয়ের সঙ্গে বিগত দিনের প্রেমিক সুদাম বাকতির উপরে আইনিগত ভাবে বিবাহিত স্ত্রী অনুশ্রীর দ্বারা দেওয়া আইপিসির ধারা ৩৮৫/৩৬৬/৩৭৬ অনুযায়ী গত ৩ জুন যে মামলা করা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বার্তালাপ করেন ও উক্ত বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের সম্মুখে সুদাম ও অনুশ্রীর যাবতীয় বিবাহ জনিত নথিপত্র তুলে ধরেন। তড়িঘড়ি করে সুদামকে গ্রেফতার করা হয়েছিল বলে জানান উনারা।
উল্লেখ্য, সেই মামলার তদন্তকারী অফিসার ছিলেন তৎকালীন ধোয়ারবন্দ থানার বিতর্কিত ওসি মনোজ রাজবংশী। অভিযোগ শুনে আইনের আশ্রয় নিতে পরামর্শ ও সুবিচারের আশ্বাস দেন বর্তমান ওসি। থানার সম্মুখে মাতা দশমী বাকতি, মালা বাউরি, মঙ্গল তাঁতী, সিতা মিশ্রা, বেচন গোয়ালা সবাই একই সুরে সুদাম বাকতির বিরুদ্ধে স্ত্রী অনুশ্রী গোয়ালার দেওয়া অভিযোগ গুলোকে সম্পূর্ণরূপে অনৈতিক অভিযোগ বলে খণ্ডন করেন ও সুদামের ন্যায় বিচারের জন্য সংবাদ মাধ্যমে জেলা প্রশাসনের কাছে আইনি সহায়তা ও সাহায্যের জন্য বিনম্র আবেদন জানান।
ভিডিওতে দেখুন বিস্তারিত-
প্রতিবাদী মিছিলে স্থানীয়রা উল্লেখ করেন যে আইনিগত বিবাহ বন্ধনের পর ধোয়ারবন্দ থানায় অনুশ্রীর পরিজন, সুদাম বাকতির পরিজন ও পঞ্চায়েতের সদস্য সহ অন্যান্যদের উপস্থিতিতে অনুশ্রীর স্বইচ্ছায় সুদামের হাতে তার প্রেমিকাকে স্ত্রী স্বীকৃতি দিয়ে তুলে দেওয়া হয়েছিল। তারপর একই সাথে ওরা টানা ১ মাস ঘর সংসার করে এবং তারপরই এই রহস্য জনক ও অবিশ্বাস্য ঘটনাটি ঘটে। এই দিনে উপস্থিত ছিলেন ‘জাস্টিস ওয়েলফেয়ার অর্গানাইজেশন’ এর সদস্য তথা লেখক ও সাংবাদিক হৃদয় দেবনাথ, সাংবাদিক দীপ দেব, সাংবাদিক আকাশ আলি মজুমদার, সাংবাদিক কুন্তল কুরী, সাংবাদিক জাকির হুসেইন লস্কর ও সাংবাদিক হরিহর ভট্টাচার্য সহ প্রমুখেরা।
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান