আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ১২:৩২, ২৪ সেপ্টেম্বর ২০২১
পিএইচডি ডিগ্রিধারী সরিয়ে বিএ পাস উপাচার্য নিয়োগ দিলো তালেবান

তালেবানরা আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী উপাচার্য মুহাম্মদ ওসমান বাবুরিকে সরিয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রিধারী মুহাম্মদ আশরাফ ঘাইরাতকে উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছে। এর প্রতিবাদে ৭০ জন শিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করেছেন। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদেনে এ খবর জানিয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী উপাচার্যকে সরিয়ে ব্যাচেলর অব আর্টস (বিএ) ডিগ্রিধারী একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ জানিয়েছেন অনেকে। এতে অনেক তালেবান সদস্যও ক্ষোভ প্রকাশ করেছেন।
আশরাফ ঘাইরাত এর আগের সরকারের শিক্ষা মন্ত্রণালয়ে চাকরি করেছেন। তিনি আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর মূল্যায়ন কমিটির প্রধান ছিলেন। এছাড়া সমালোচকেরা আশরাফ ঘাইরাতের গত বছরের একটি টুইট তুলে ধরছেন যেখানে তিনি সাংবাদিক হত্যাকে সমর্থন জানিয়েছিলেন। তারা বলছেন, আশরাফ ঘাইরাতের চেয়েও যোগ্যতাসম্পন্ন লোক নিয়োগ দেওয়া যেত।
এদিকে সোমবার সরকারি বিশ্ববিদ্যালয়টির নাম থেকে সাবেক আফগান প্রেসিডেন্ট বুরহান উদ্দিন রাব্বানির নাম বাদ দিয়েছে তালেবানরা। তারা এর নাম দিয়েছে কাবুল এডুকেশন ইউনিভার্সিটি। ২০০৯ সালে আত্মঘাতী হামলায় বুরহান উদ্দিন রাব্বানি মারা গেলে তার নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয়েছিল।
উল্লেখ্য, এর আগে আফগান তালেবানের শিক্ষামন্ত্রী শেখ মৌলভি নুরুল্লাহ মুনির বলেছিলেন “এখনকার দিনে পিএইচডি ডিগ্রি, মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। আপনারা দেখুন, ক্ষমতায় থাকা মোল্লা ও তালেবান কারোরই পিএইচডি, এমএ, এমনকি হাইস্কুল ডিগ্রিও নেই। কিন্তু তারা সবার সেরা।”
আইনিউজ/এসডি
- আইয়ুব খানের পদত্যাগের দিন আজ
- টাই পরা বাদ দিয়ে জ্বালানি সাশ্রয় করতে চান স্পেনের প্রধানমন্ত্রী
- যুদ্ধবন্দী কারাগারে বোমা হামলা, পরস্পরকে দোষছে রাশিয়া-ইউক্রেন
- আবারও মক্কায় কালো পাথর স্পর্শ-চুম্বনের সুযোগ পাচ্ছেন মুসল্লিরা
- মাঙ্কিপক্স ঠেকাতে পুরুষদের সেক্স পার্টনার কমানোর পরামর্শ
- ভারতের স্বাধীনতা দিবস শনিবার
- ৫.৫ বিলিয়ন ডলারের মালিক রাকেশ ঝুনঝুনওয়ালা মারা গেছেন
- মালিতে সন্ত্রাসী হামলায় ৪২ সেনার মৃত্যু
- সুখবর! অক্সফোর্ডের তৃতীয় ট্রায়ালও সফল, ভ্যাকসিন আসছে জুলাইতেই
- বিবিসির প্রতিবেদন
ভিডিও-নগ্ন ছবি যৌনতার গোপন ব্যবসার সন্ধান