Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৯:৩৩, ৪ মার্চ ২০২২

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা

ইউক্রেনে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুন

রাশিয়ান বাহিনীর হামলার পরই ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। বলা হয় এটিই ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র যা এনারগোদারের মেয়র দিমিত্রো অরলভ নিশ্চিত করেছেন।

আগে থেকেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলার আশংকা করেছিলেন অরলভ। তিনি জানান, বৃহস্পতিবার রুশ বাহিনীর একটি বিশাল দল বিদ্যুৎকেন্দ্রের দিকে যাচ্ছিল। এসময় শহরের বিভিন্ন প্রান্তে বিকট আওয়াজও শোনা যায়। ইউক্রেনের দাবী রাশিয়ানরা বিদ্যুৎকেন্দ্রটি দখলের জন্য প্রচুর চেষ্টা চালাচ্ছে। বিশিষ্টজনরা মনে করছেন, এ ধরনের গুরুত্বপূর্ণ এলাকা দখলের মাধ্যমে এই যুদ্ধে আরো শক্ত অবস্থানে যাবে রাশিয়া।

এদিকে বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, ইউক্রেনের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ বন্দরনগরী খেরসনের নিয়ন্ত্রণ দখল করেছে রাশিয়ার সেনাবাহিনী।খেরসনের আঞ্চলিক প্রশাসনিক ভবনটি রুশ বাহিনী সম্পূর্ণরূপে দখল করে নিয়েছে – এক ফেসবুকে পোস্টে জানিয়েছেন প্রাদেশিক প্রশাসনের প্রধান হেনাডলি লাহুতা।

এটিই হচ্ছে রুশ বাহিনীর দখলে চলে যাওয়া প্রথম গুরুত্বপূর্ণ ইউক্রেনীয় শহর।

আইনিউজ/এমজিএম

 

আইনিউজ ভিডিও 

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

পোষ মানাতে হাতির বাচ্চাকে নির্মম প্রশিক্ষণ 

হাতির আক্রমণে হাতি হত্যা মামলার আসামির মৃত্যু 

Green Tea
সর্বশেষ