Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২১:৫৩, ৪ মার্চ ২০২২
আপডেট: ২২:০০, ৪ মার্চ ২০২২

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযান : তদন্ত শুরুর ঘোষণা জাতিসংঘের

ইউক্রেনে চলমান সামরিক অভিযানে রুশ বাহিনী মানবাধিকারবিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে কিনা- তা তদন্তের ঘোষণা দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল (ইউএনএইচআরসি)।

শুক্রবার কাউন্সিলের সাধারণ অধিবেশনে ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের একটি উচ্চ পর্যায়ের দল গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে ইউএনএইচআরসির ৪৭ সদস্যরাষ্ট্রের মধ্যে ৩২টি রাষ্ট্র এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়, ১৩টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে।

প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে মাত্র দু’টি রাষ্ট্র- রাশিয়া ও ইরিত্রিয়া।

ইউএনএইচআরসির এই প্রস্তাবের পক্ষে যারা ভোট দিয়েছেন, সেইসব সদস্যরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছে ইউক্রেন। জাতিসংঘের ইউক্রেন প্রতিনিধি বার্তাসংস্থা এএফপিকে এ সম্পর্কে বলেন, ‘যারা সত্যের পক্ষে ভোট দিয়েছেন তাদের সবাইকে ইউক্রেনবাসীর পক্ষ থেকে ধন্যবাদ।’

পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর সদস্যপদের জন্য কয়েক বছর আগে আবেদন করে ইউক্রেন এবং এই ব্যাপারটিকে ঘিরে দ্বন্দ্ব শুরু হয় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে।

এর মধ্যে ন্যাটো ইউক্রেনকে পূর্ণ সদস্যপদ না দিলেও ‘সহযোগী দেশ’ হিসেবে মনোনীত করায় দ্বন্দ্বের তীব্রতা আরও বাড়ে। ন্যাটোর সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে গত দুই মাস রাশিয়া-ইউক্রেন সীমান্তে প্রায় দুই লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো।

কিন্তু এই কৌশল কোনো আসেনি। উপরন্তু এই দু’মাসের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করে গেছে— যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী।

অবশেষে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুই ভূখণ্ড দনেতস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া; এবং তার দু’দিন পর, ২৪ তারিখ ইউক্রেনে সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

আইনিউজ/এসডিপি 

আইনিউজ ভিডিও 

হবিগঞ্জের তেলিয়াপাড়ায় হানিফ সংকেতের ইত্যাদি

‘ইত্যাদি’ হয়েছে সোনারগাঁয়েও

কৃষক ও ফিঙে পাখির বন্ধুত্ব (ভিডিও)

Green Tea
সর্বশেষ