Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫,   শ্রাবণ ১৬ ১৪৩২

প্রকাশিত: ১১:২০, ৩ জুলাই ২০২৩
আপডেট: ১১:২৩, ৩ জুলাই ২০২৩

এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে জানা যাবে আজ 

দেশে ভোক্তা পর্যায়ে নতুন করে আবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ঘোষণা করার কথা জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ সোমবার (৩ জুলাই) দুপুরে নতুন মাসের জন্য এ দাম ঘোষণা করার কথা রয়েছে।  ফলে নতুন ঘোষণায় এলপি গ্যাসের দাম বাড়বে না কমবে তা জানা যাবে আজ দুপুরে। 

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)-র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে ভোক্তা পর্যায়ে এলপিজির দাম নির্ধারণ করে বিইআরসি।

এর আগে গত ১ জুন বিইআরসি’র ঘোষণা অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে, যা এতদিন ছিল ১ হাজার ২৩৫ টাকা।

পহেলা জুনের ঘোষণায় বলা হয়েছিল, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৯ টাকা ৪৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় বেসরকারিভাবে সরবরাহকৃত এলপিজির ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ৮৬ টাকা ২৫ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

এছাড়া ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম মূসকসহ প্রতি লিটারের মূল্য ৫০ টাকা ৯ পয়সা নির্ধারণ করা হয়।

আই নিউজ/এইচএ 

Green Tea
সর্বশেষ