নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০:২৪, ৫ ডিসেম্বর ২০২৪
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে যোগ দিলেন নিউ এজের ফয়েজ আহম্মদ
ফয়েজ আহম্মদ
ইংরেজি দৈনিক নিউ এজের বিশেষ প্রতিবেদক ফয়েজ আহম্মদকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের সিনিয়র সহকারী প্রেস সচিব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন বলা হয়, প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিবের শূন্য পদের বিপরীতে ফয়েজ আহম্মদকে এ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। তিনি পঞ্চম গ্রেডের সর্বোচ্চ ধাপে বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধায় প্রাপ্য হবেন।
ঢাকার বেসরকারি স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি দুর্নীতিবিষয়ক সাংবাদিকদের পেশাজীবী সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশানের নেতৃত্ব দিয়েছেন।
বর্তমানে ফয়েজ আহম্মদ ইংরেজি দৈনিক নিউ এইজের বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। তিনি আহম্মদ ফয়েজ নামেও পরিচিত।
প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে প্রেস সচিবের দায়িত্বে রয়েছেন এএফপির সাবেক ঢাকা ব্যুরো প্রধান মোহাম্মদ শফিকুল আলম। এছাড়া বহরে উপ প্রেস সচিব হিসেবে রয়েছেন মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর। সহকারী প্রেস সচিব হিসেবে রয়েছেন তথ্য ক্যাডারের কর্মকর্তা আশরোফা ইমদাদ, সাংবাদিক সুচিস্মিতা তিথি ও নাঈম আলী।
- কাল থেকে যেসব শাখায় পাওয়া যাবে নতুন টাকার নোট
- 'জাতীয় মুক্তি মঞ্চ' গঠনের ঘোষণা
- এক বছরেই শক্তি, ক্ষিপ্রতা জৌলুস হারিয়ে 'হীরা' এখন বৃদ্ধ মৃত্যুপথযাত্রী
- ওয়াহিদ সরদার: গাছ বাঁচাতে লড়ে যাওয়া এক সৈনিক
- ভারতবর্ষে মুসলিম শাসনের ইতিকথা (প্রথম পর্ব)
- এবার ভাইরাস বিরোধী মাস্ক বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলো বাংলাদেশ
- মায়েরখাবারের জন্য ভিক্ষা করছে শিশু
- ২৫ কেজি স্বর্ণ বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
- ঈদে মিলাদুন্নবী ২০২৩ কত তারিখ
- তালিকা হবে রাজাকারদের