Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫,   বৈশাখ ১৯ ১৪৩২

প্রকাশিত: ০৭:০০, ৩১ মে ২০১৯
আপডেট: ০৮:০৬, ৩১ মে ২০১৯

নাড়ির টানে বাড়ি পথে যাত্রা শুরু

আইনিউজ ডেস্ক: পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফেরা শুরু করেছে ঢাকাবাসী। রাজধানী ঢাকা ছেড়ে শিকড়ের তাণে আজ থেকে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। ঈদুল ফিতরের ছুটি কাটাতে গতকাল বৃহস্পতিবার অনেকেই পরিবার নিয়ে রাজধানী ছেড়েছেন। তবে এই যাত্রা ছিল মূলত বাস ও লঞ্চে। আজ শুক্রবার থেকে শুরু হবে ট্রেন যাত্রা। আগামী ৫ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরে বাস, ট্রেন ও লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি আগেই শেষ হয়েছে। ঈদের আগে ৩ জুন (সোমবার) ঈদের আগে সবশেষ কর্মদিবস। এর আগে আজ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। রোববার শবে কদরের ছুটি। ৪ থেকে ৬ জুন বা মঙ্গল থেকে বৃহস্পতিবার ঈদের ছুটি। এরপর ৭ ও ৮ জুন শুক্র ও শনিবার। লম্বা ছুটির ফাঁদ। অনেকে ৩ জুন ছুটি নিয়ে গতকাল বাড়ির পথে রওনা দেন। গতকাল সকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে গাড়ির প্রচণ্ড চাপ ছিল। তবে মহাসড়কে গতকাল যানজট ছিল না। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে গতকাল ৭৮টি নিয়মিত ও ৩টি বিশেষ লঞ্চ বিভিন্ন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়। সব কটি লঞ্চেই ভিড় ছিল। এইচএ/ ইএন
Green Tea
সর্বশেষ
জনপ্রিয়