Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ৩ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪০, ১২ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু 

মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। ছবি- আই নিউজ

মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান। ছবি- আই নিউজ

মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। 

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবির পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, ক্রীড়া সংগঠক আকিল আহমদ প্রমুখ। 

খেলায় মৌলভীবাজার, চট্টগ্রাম, সিলেট, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলার ১৬টি টিম অংশগ্রহণ করেছে। 

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয়- বয়েজ ক্লাব মিঠুপুর বনাম ক্রিকেট একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। 

আয়োজক সূত্রে জানা গেছে, মেয়র কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের এ আসরে অংশ নিচ্ছে বিভিন্ন জেলা ও উপজেলার ১৬টি দল। দলগুলো হলো- বয়েজ ক্লাব মিঠুপুর, বঙ্গবন্ধু স্মৃতি পরিষদ বিয়ানীবাজার, এ.বি.সি স্পোর্টস একাডেমি হাজীপুর, সিলেট সুরমা ক্রিকেট একাডেমি, কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাডেমি, মৌলভীবাজার স্টার্স, অরবিট ঢাকা, সোনালী কিডস ঢাকা, ক্রিকেট একাডেমি ব্রাক্ষণবাড়িয়া, স্টাইলিস্ট স্টার মৌলভীবাজার, গ্রিন সিলেট ক্রিকেট একাডেমি, শ্রীমঙ্গল ক্রিকেট একাদশ, হবিগঞ্জ ওয়ারিয়র্স, উদীয়মান ক্রিকেট একাডেমি চট্রগ্রাম, ফেন্টম সুনামগঞ্জ ও এরাইভেলস্ স্পোর্টিং ক্লাব বিয়ানীবাজার।

পৌর মেয়র মো. ফজলুর রহমান বলেন- ‘খেলার মাঠে মেলা নয়। মাঠে শুধু খেলা হবে। এ বিষয়ে সকলের সাথে আলোচনা করে মাঠ প্রস্তুত করা হয়েছে। মাঠ পরিচর্যা করা হয়েছে।’

তিনি বলেন- ‘তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। করোনাকালীন সময় থেকে জেলার ক্রিকেটে স্থবিরতা চলছে। আশা করি এই স্থবিরতা কেটে জেলার ক্রিকেটাঙ্গণ আবারো চাঙ্গা হয়ে উঠবে। সকলের সার্বিক সহযোগিতায় এ টুর্নামেন্ট সফল হবে।’

মেয়র বলেন- ‘ইতোমধ্যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট সফলভাবে আয়োজন করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খেলাধুলা আয়োজন করা হবে।’

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ