Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ২২:০৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৩

মৌলভীবাজারে ৭৩টি পুলিশ কনস্টেবল পদে লড়ছে ২ হাজার প্রার্থী

কনস্টেবল পদে আবেদনকারীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ

কনস্টেবল পদে আবেদনকারীদের শারীরিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ছবি- আই নিউজ

মৌলভীবাজারে ৭৩টি পুলিশ কনস্টেবল পদের জন্য লড়ছে ২ হাজার প্রার্থী। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মৌলভীবাজার পুলিশ লাইন মাঠে দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে। 

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, কনস্টেবল পদে মৌলভীবাজার জেলায় মোট আবেদন করে ২ হাজার ৫৫০ প্রার্থী। এরমধ্যে অংশগ্রহণ করে ১৯২৭ জন। প্রাথমিক বাছাইয়ের প্রথম ধাপে রোববার (২৬ ফেব্রুয়ারি) শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ের মাধ্যমে ১ হাজার ৯২৭ জন নির্বাচিত হয়। এদের মধ্য থেকে ১ হাজার ১২৯ জনকে দ্বিতীয় ধাপের জন্য নির্বাচিত করা হয়। 

আজ সোমবার প্রাথমিক বাছাইয়ের দ্বিতীয় ধাপে Physical Endurance Test (PET)- এর  ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প,  হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে পরবর্তী ধাপের জন্য ৯০৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়। 

আগামীকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ২য় দিনের উত্তীর্ণ প্রার্থীদের Physical Endurance Test (PET)- এর ১৬০০ মিটার দৌড়, ড্র্যাগিং ও রোপ ক্লাইমিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।

Physical Endurance Test (PET) পরীক্ষায় নিয়োগ বোর্ডের সভাপতি মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার,  অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) এ এন এম মারুফ আব্দুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সিলেট) আবু সুফিয়ান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

 


আই নিউজের ভিডিও গ্যালারীতে দেখুন 

নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ