Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৪, ৮ মার্চ ২০২৩

মৌলভীবাজারে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

‘ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন’ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে বিভিন্ন প্রতিষ্ঠান, সংস্থা ও সংগঠনের আয়োজনে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। 

বুধবার (৮ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর, মহিলা সংস্থা, লেডিস ক্লাব, রেডিও পল্লীকণ্ঠসহ অন্যান্য সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

দুপুরের দিকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে র্যােলি বের হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

এতে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা জোহরা আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন লেডিস ক্লাবের সভাপতি কবিতা ইয়াসমীন, স্থানীয় সরকারের উপপরিচালক মল্লিকা দে প্রমুখ।

সঞ্চালনা করেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদফতর মৌলভীবাজারের উপ-পরিচালক সাহেদা আক্তার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)  আব্দুর হক,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরিফ উদ্দিন, জাতীয় মহিলা সংস্থা মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমান, জেলা পলিসি ফোরামের সভাপতি নজরুল ইসলাম মুহিব 

আলোচনা সভা শেষে মৌলভীবাজার লেডিস ক্লাবের উদ্যোগে দুস্থ নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয় ।

অনুষ্ঠানে লেডিস ক্লাবের সদস্যগণ, বিভিন্ন সংগঠনের নারী নেত্রী এবং জেলা প্রশাসন ও মহিলা অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ