Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১২, ৮ মার্চ ২০২৩

নতুন ভবন পেলো হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়

নতুন ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য  নেছার আহমদ। ছবি- আই নিউজ

নতুন ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ

নতুন চারতলা ভবন পেলো মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়। ফলে সমাধান হয়েছে  বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যার। 

সোমবার (৬ মার্চ) নতুন ভবনের উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ। 

দুই কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষে সোমবার বিদ্যালয়ে উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আখন্দ সরওয়ার রহিম পাপলু। 

বিশেষ অতিথি ছিলেন রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি প্রকৌশলী মো. শামীম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুস। 

সহকারি শিক্ষক জাহাঙ্গীর জয়েস ও নাজমুল হোসেন চৌধুরীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোহিত টুটু, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরজান আহমদ, উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সোয়ানছি যুক্তরাজ্য শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, রাজনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ফৌজি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আহমদ। 

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে মাহিয়া ইয়াছমিন সাঞ্জি। অনুষ্ঠা্নের শুরুতেই ক্বুরআন তেলাওয়াত করে হানিফা আক্তার নাহিদা। গীতা পাঠ করে কৌশি দাশ।

সংসদ সদস্য নেছার আহমদ সরকারের বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বলেন, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে সরকার যুগোপযোগী শিক্ষার প্রতি খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে। মৌলভীবাজারে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন করেছে।

আই নিউজ/এইচএ 


Eye News Youtube ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ