Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ জুলাই ২০২৫,   শ্রাবণ ৪ ১৪৩২

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:৩৬, ২ মে ২০২৩
আপডেট: ১৫:৩৮, ২ মে ২০২৩

তাহিরপুরে পরিকল্পিত হামলায় মা-মেয়ে গুরুতর আহত

হামলায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা-মেয়ে। ছবি- আই নিউজ

হামলায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি মা-মেয়ে। ছবি- আই নিউজ

তাহিরপুরে পুর্ব আক্রোশের জের ধরে পরিকল্পিতভাবে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর  সহ অসহায় মা ও মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে। 

গতকাল সোমবার তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আহত মহিলার স্বামী সামছুজ্জামান বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 

অভিযোগ সুত্রে জানা যায়,উপজেলা দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পৈন্ডুপ গ্রামের চিহ্নিত ডাকাত ও দাঙ্গাবাজ দুলাল মিয়া তার ৫ ছেলেকে সঙ্গে নিয়ে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে একই গ্রামের বাসিন্দা সামছুজ্জামান এর বাড়িতে পরিকল্পিত হামলা চালায়। এ সময় সামছুজ্জামানকে বাড়িতে না পেয়ে তার স্ত্রী মাফিয়া বেগম (৫০) ও তার মেয়ে সামিয়া বেগম (২০) কে বসতঘরে ডুকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। হামলাকারীরা সামছুজ্জামানের বসত ঘরে থাকা আসবাবপত্র,সুকেস, মিছরিপ, টিভি কুপিয়ে ভাংচুর করে। এ সময় হামলাকারী  দুলাল মিয়া মিসরিপের ভিতরে থাকা ৫০ হাজার টাকা নিয়ে যায়। হামলার পর প্রতিবেশী লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে গুরুতর আহত মাফিয়া বেগম ও সামিয়া বেগম এর অবস্থা আশংকা জনক দেখতে পেয়ে চিকিৎসার জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

এ ব্যাপারে অভিযুক্ত দুলাল মিয়া জানান, আমি ঘটনার সময় ছিলাম না, আমার ছেলেরা রাগান্বিত হয়ে এ ঘটনা ঘটিয়েছে। 

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  কর্তব্যরত চিকিৎসক ডা: মির্জা রিয়াদ হাসান জানান, গুরুতর আহত ২ নারীকে ভর্তি করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন জানান, এ ঘটনায় তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ