Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫,   আষাঢ় ২০ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৩:০৭, ১৩ জানুয়ারি ২০২১

কিশোরকে কুপিয়ে হত্যা করলো দুর্বৃত্তরা

ফাইল ছবি

ফাইল ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়ন এলাকার ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছে আলমগীর মিয়া (১৭) নামে এক কিশোরকে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি মো. কামরুজ্জামান।

জানা যায়, বাহুবলের পার্শ্ববর্তী উপজেলা নবীগঞ্জের বড়চর গ্রামের একটি ওয়াজ মাহফিল শুনতে যায় আলমগীর। ওয়াজ মাহফিল শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছালে মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা নিয়ে আসা দুর্বৃত্তরা আলমগীরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। মুমূর্ষু অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আলমগীরকে মৃত ঘোষণা করেন।

আলমগীরের পারিবার জানায়, গত ৬ জানুয়ারি মুগকান্দি গ্রামের মজনু শাহর ওরসে সম্ভুপুর গ্রামের আকাশ নামে এক ছেলের সঙ্গে কথা কাটাকাটি হয় আলমগীরের। মঙ্গলবারও তাদের সঙ্গে বড়চর গ্রামের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের ওয়াজে ধাক্কাধাক্কি হয়। এরই জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটাতে পারে।

আইনিউজ/বিএম

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়