Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৬ জুন ২০২৩

বানিয়াচংয়ে ছেলের শিলের আঘাতে প্রাণ গেল মায়ের! 

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

হবিগঞ্জের বানিয়াচংয়ে ছোট ছেলেকে বাঁচাতে গিয়ে বড় ছেলের শিলের আঘাতে এক মায়ের মৃ ত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

রোববার (২৫জুন) দিবাগত রাত ৩টায় চিকিৎসাধীন অবস্থায় ওই নারীর মৃত্যু হয়। ঘটনার পর পরই ঘাতক পুত্র রিপন মিয়া তার স্ত্রী-সন্তান নিয়ে পালিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে বানিয়াচং উপজেলার ৬ নং কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামে।নিহত নারী হলেন রাবেয়া খাতুন (৫৪) ওই গ্রামের কৃষক মফিল মিয়ার স্ত্রী।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত নারীর বড় পুত্র রিপন মিয়া (২৩) বিয়ে করে পৃথক ভাবে একই বাড়িতে বসবাস করে আসছিলো।

পৃথকভাবে বসবাস করলেও রিপনের স্ত্রীর সঙ্গে সাংসারিক বিষয় নিয়ে নিহত শাশুড়ী রাবেয়া বেগমের ঝগড়া-বিবাদ লেগেই থাকতো।

এরই জের ধরে গত রবিবার (২৫ জুন) বিকাল ৩টায় নিহত নারীর সঙ্গে ছেলে রিপনের স্ত্রী ঝগড়া-বিবাদে লিপ্ত হয়। এ সময় মায়ের পক্ষ নিয়ে ছোট ছেলে শিপন এগিয়ে আসে।

ছোট ভাইকে আসতে দেখে স্ত্রীর পক্ষ নিয়ে বড় ভাই রিপন এগিয়ে এসে শিপনকে মারপিট করতে উদ্যত হয়।এক পর্যায়ে রিপন ছোট ভাই শিপনকে শিল দিয়ে আঘাত করলে আঘাতটি লাগে নিহত রাবেয়া বেগমের কপালে।এতে মা রাবেয়া বেগম গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় রাবেয়া খাতুনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে হাসপাতালেই মৃত্যু হয় রাবেয়া খাতুনের।

পুত্রের শিলের আঘাতে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছোটন কান্তি তালুকদার।

এ ব্যাপারে ইউপি সদস্য ছোটন কান্তি তালুকদার জানান, আমি এলাকাবাসীর কাছ থেকে শুনেছি শ্বাশুড়ি-বউয়ের মধ্যে  ঝগড়া হয়েছিলো।ছোট ছেলে মায়ের পক্ষ নেওয়ায় বড় ছেলে বউয়ের পক্ষ নিয়ে ছোট ভাইকে মারতে গিয়ে শিল উড়িয়ে মারে রিপন মিয়া। আর সেই শিলের আঘাতে তার মা আহত হন এবং পরবর্তীতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শামসুল আরেফীনজানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে এখনো কোন মামলা দায়ের করা হয়নি।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ