Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০৩ আগস্ট ২০২৫,   শ্রাবণ ১৯ ১৪৩২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫১, ২৪ জুন ২০২৩

মাধবপুরে ডিবি অভিযানে ২২টি চোরাই ফোনসহ চোর আটক 

মোবাইল সহ ডিবি পুলিশে আটক আসামী।

মোবাইল সহ ডিবি পুলিশে আটক আসামী।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে ২২টি চোরাই মোবাইল ফোনসহ চোরকে আটক করেছে। আটক ব্যক্তির নাম রাকিব শাহ। পুলিশের জিজ্ঞাসাবাদে রাকিব শাহ চুরির কথা স্বীকার করেছে। 

পুলিম সূত্রে জানা যায়, পুলিশ সুপার এসএম মুরাদ আলির নির্দেশে ডিবির ওসি সফিকুল ইসলামের নেতৃত্বে একদল সদস্য মাধবপুরে অভিযান চালায়। এ সময় সম্প্রতি সায়হাম ফিউচার কমপ্লেক্সের গ্যালারী মোবাইল থেকে চুরি হওয়া ৫ লাখ টাকা মূল্যের ২২টি মোবাইল উদ্ধার করা হয়।  

পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে তার সাথে আর কারা জড়িত তাও জানিয়েছেন আটক ব্যক্তি। তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম প্রকাশ করেনি। পুলিশ বাদী হয়ে এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। 

এ বিষয়ে মাধবপুর থানার ওসি জানিয়েছেন, তাকে রিমান্ডে এনে তার সাথে আরও কারা জড়িত এবং এ চুরির রহস্য উদঘাটন করা হবে।

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ