আই নিউজ ডেস্ক
ঢাকায় ডিউটি থেকে ফেরার সময় এসপি মুকুলের মৃত্যু, শোক মোলভীবাজারে

এসপি মুকুলের আই কার্ড (ডানে উপরের দিকে)
ডিউটি শেষে বাসায় ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত এসপি মো. শফিকুর রহমান মুকুল (৫৫) মারা গেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মৌলভীবাজারের কমলগঞ্জে তার গ্রামের বাড়িতে।
মুকুলের গাড়িচালক পুলিশ সদস্য জাফর আলী জানান, এক মোটরসাইকেল চালকের উপর উত্তেজিত হওয়ার পরক্ষণে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃ ত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, ‘মালিবাগ এসবি অফিসে ডিউটি শেষ করে মিরপুর ৬০ ফিট এলাকার বাসায় ফিরছিলেন স্যার (মুকুল)। গাড়িটি তেজগাঁও লাভ রোডের কাছে পৌছালে একটি মোটরসাইকেল লেন পরিবর্তন করে হুট করে আমাদের গাড়ির সামনে চলে আসে। এটি দেখে স্যার উত্তেজিত হয়ে গাড়ি থেকে নেমে রাস্তায় দাঁড়ানোর পরপরই বেহুশ হয়ে পড়ে যায়। তখন তাকে গাড়িতে করে সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃ ত্যু র বিষয়টি নিশ্চিত করে জানান, অফিস শেষে বাসায় ফেরার পথে রাস্তায় বুকের ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় তাকে। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করে।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, হৃদরোগে আক্রান্ত অতিরিক্ত এসপি মুকুলের মৃ ত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনের কাছে হস্তন্তর করা হয়েছে।
উল্লেখ্য, পেশাগত কারণে এসপি মুকুল ঢাকার মিরপুরের ৬০ ফিট সংলগ্ন এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। মুকুল কিছুদিন সিলেটের কোতোয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্বরত ছিলেন।
এসপি মুকুলের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ থানার সিংড়া গ্রামে। তিনি দুই মেয়ের জনক ছিলেন।
আই নিউজ/এইচএ
ভিডিও : নির্মাণ হচ্ছে মৌলভীবাজার রেড ক্রিসেন্টের নতুন ভবন
- দুলাভাইয়ের ধর্ষণের শিকার শ্যালিকা
- মৌলভীবাজারের রাজনগরে
আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিধবা রুবির বিউটি পার্লার - `প্রধানমন্ত্রীর কথা বলে আমাদের ধোকা দেওয়া হচ্ছে`
- রাখাল নৃত্যের মধ্য দিয়ে কমলগঞ্জে রাস উৎসব শুরু
- কমলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার