Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ৩০ ১৪৩২

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১৯:১৪, ২৬ মার্চ ২০২৩

জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

জুড়ীতে বর্ণাঢ্যভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি- আই নিউজ

জুড়ীতে বর্ণাঢ্যভাবে মহান স্বাধীনতা দিবস উদযাপন। ছবি- আই নিউজ

মৌলভীবাজার জেলার জুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার ভোরে সূর্যদোয়ের সাথে সাথে শিশু পার্ক মাঠে ৩১বার তোপধ্বনির পর শহীদ মিনারে শহীদদের প্রতি উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক  সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। 

সকাল ৮টায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে টিএন খানম সরকারি কলেজ মাঠে উপজেলা  প্রশাসনের উদ্যোগে শিশু কিশোর সমাবেশ, কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, উপজেলা নিবার্হী অফিসার রঞ্জন চন্দ্র দে, জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। 

পরে সকাল ১১ টায় উপজেলা অডিটোরিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনা সভা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় উপজেলা নির্বাহী অফিসার রঞ্জন চন্দ্র দে'র সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক। 

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, থানার ওসি মোহাম্মদ মোশাররাফ হোসেন, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুন নূর মাস্টার‌ প্রমুখ। 

এ সময় বীরমুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আই নিউজ/এইচএ 


আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন

জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়