মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজার বারের সভাপতি কামাল চৌধুরী সাধারণ সম্পাদক জয়নুল হক
মৌলভীবাজার জেলা বারের নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অন্যরা।
মৌলভীবাজার জেলা বারের সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো. জয়নুল হক।
সভাপতি পদে বিজয়ী অ্যাডভোকেট মো. কামাল উদ্দিন আহমদ চৌধুরী পেয়েছেন ২০৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. কামরেল আহমদ চৌধুরী পেয়েছেন ১৫৯ ভোট। সাধারণ সম্পাদক পদে বিজয়ী অ্যাডভোকেট মো. জয়নুল হক পেয়েছেন ১৮০ ভোট। এই পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মাহবুবুল আলম-১ পেয়েছেন ৯৮ ভোট।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি ) জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির এক নম্বর বার ভবনে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।
নির্বাচনে ১৫ পদের বিপরীতে প্রতিদ্বন্ধিতা করেন ২৫ জন প্রার্থী।
নির্বাচনে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. আব্দুল মতিন ২১৪ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন এবং অ্যাডভোকেট দিপ্তেন্দু কুমার দাশ গুপ্ত ১৭৯ ভোট পেয়ে ২য় বিজয়ী হয়েছেন।
যুগ্ম সম্পাদক পদে বিজয়ী দানিয়েল আহমদ ২৩৭ ভোট পেয়ে ১ম বিজয়ী হয়েছেন। ২য় বিজয়ী হয়েছেন মো. নজরুল ইসলাম -১, তিনি পেয়েছেন ১৫৯ ভোট।
পাঠাগার সম্পাদক পদে নিবার্চিত ১৫৯ ভোট পেয়ে মো. জাহিদুল ১৭৫ বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মনজুরুল মাহবুব আলম পেয়েছেন ১৬৯ ভোট।
এছাড়াও জুনিয়র সদস্য পাঁচটি পদের মধ্যে তিনজন বিজয়ীর নাম ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন. ১ম সদস্য অ্যাডভোকেট মো. ছানোয়ার হোসেন, তিনি পেয়েছেন ২১৪ ভোট। ২য় নির্বাচিত সদস্য অ্যাডভোকেট ফজলে এলাহী ২০০ পেয়েছেন ভোট। তৃতীয় নির্বাচিত সদস্য অ্যাডভোকেট মো. বুলবুল আহমেদ পেয়েছেন ২০০ ভোট। পুণরায় ভোট গণনার পর চতুর্থ ও পঞ্চম বিজয়ী সদ্যেদের নাম ঘোষণা করা হবে বলে জেলা আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে।
ইতোপূর্বে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন মহিলা সম্পাদক পদে অ্যাডভোকেট সুপ্তা দাশ গুপ্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট মো. ইমরান মিয়া লস্কর, সিনিয়র সদস্য পদে অ্যাডভোকেট মো. শেখ হাবিবুর রহমান ও অ্যাডভোকেট মামুনুর রশীদ।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ভুপতি রঞ্জন চৌধুরী। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট অঞ্জন কুমার সুত্রধর, অ্যাডভোকেট আব্দুল মুমিত চৌধুরী ও অ্যাডভোকেট অম্লান দেব রাজু।
মৌলভীবাজার জেলা কর আইনজীবী সমিতির বর্তমান কমিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’