Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ০২ জুলাই ২০২৫,   আষাঢ় ১৭ ১৪৩২

বিয়ানীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৪, ২৭ জানুয়ারি ২০২১

বিয়ানীবাজারে হাওর থেকে অর্ধদগ্ধ লাশ উদ্ধার

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেটের বিয়ানীবাজার থেকে অজ্ঞাতনামা একটি অর্ধদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, লাশটি কোনো নারীর।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (২৭ জানুয়ারি) উপজেলার লাউতা গজারাই দিঘীরপার এলাকার হাওরে একটি অর্ধদগ্ধ লাশ দেখেন স্থানীয় লোকজন। এরপর তারা বিষয়টি পুলিশকে জানান। 

খবর পেয়ে থানার উপ পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। আংশিক দগ্ধ লাশের মাথায় লম্বা চুল রয়েছে। অর্ধেক পুড়া পা আকারে ছোট।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা ওই লাশটি কোনো নারীর হতে পারে। তাকে হত্যা করে খড় দিয়ে পুড়ানো হয়েছে। লাশের পরিচয় চাপা দিতেই হত্যার পর এমন নৃশংস ঘটনা ঘটানো হয় বলে দাবি পুলিশের।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘যতটুকু জানা গেছে লাশটি আংশিক পুড়ানো রয়েছে। লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। লাশের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছি।’

আইনিউজ/এসডিপি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়