Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫,   আষাঢ় ৩০ ১৪৩২

নিজস্ব প্রতিবেদন

প্রকাশিত: ২০:৫৯, ২৫ জুন ২০২২

দেশজুড়ে বন্যায় সিলেটেই সব থেকে বেশি মৃত্যু

গত ১১ দিনের বন্যায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন

গত ১১ দিনের বন্যায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন

দেশজুড়ে গত ১১ দিনের বন্যায় এ পর্যন্ত ৮২ জন মারা গেছেন। এদের মধ্যেই শুধু সিলেটেই বন্যায় মারা গেছেন ৫১ জন। গত ১১ দিনে সারা দেশে বন্যার কারণে মারা যাওয়া ৮২ জনের মধ্যে সিলেট বিভাগই শীর্ষে।

স্বাস্থ্য  অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন ও কন্ট্রোল রুম শনিবার (২৫ জুন) বিকেলে জানিয়েছে, ১৭ মে থেকে ২৫ জুন (শনিবার) পর্যন্ত সিলেটসহ বন্যাকবলিত জেলাগুলোতে মোট ৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে সিলেট বিভাগে। এই বিভাগে মারা গেছে ৫১ জন। ময়মনসিংহ বিভাগে মারা গেছে ২৭ জন। আর রংপুর বিভাগে ৪ জন।

সিলেট বিভাগের ৪ জেলার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু সুনামগঞ্জে। এই জেলায় মারা গেছে ২৬ জন। এরপর বেশি মারা গেছে সিলেট জেলায়। সিলেট জেলায় মারা গেছে ১৮ জন। এসব জেলায় বেশি মৃত্যু হচ্ছে পানিতে ডুবে ও বজ্রপাতে।

আইনিউজ/এইচএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ