Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

আই নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৬:০৮, ২৮ সেপ্টেম্বর ২০২৩

মৌলভীবাজারে একাধিক মামলার পলাতক আসামী গ্রেফতার 

ছবি- RMB

ছবি- RMB

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মাদক মামলায় ৬ বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। আটক  গোলাম সারওয়ারকে গ্রেফতার করা হয়েছে। 

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) সকালে মৌলভীবাজার সদর থানার এসআই নাজমুল হোসেন, এসআই বশির আহমেদ সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার সদর থানাধীন কাজীরগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে জিআর ১১৬/২১ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ১০(ক) ধারার অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড,অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং জিআর ৩৬৫/১৯ (সদর) মামলায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

গ্রেফতারকৃত গোলাম সারোয়ার মৌলভীবাজার সদর থানাধীন দরগা মহল্লা এলাকার আব্দুল মুহিতের ছেলে। 

মৌলভীবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী জানান, "গ্রেফতারকৃত আসামি গোলাম সারওয়ার ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত দুইটি মামলায় সাজা গ্রেফতারী পরোয়ানা এবং একটি নরমাল গ্রেফতারী পরোয়ানা ইস্যু ছিল।গ্রেফতারকৃত আসামিকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোর্পদ করা হয়েছে।"

আই নিউজ/এইচএ 

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়