Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫,   পৌষ ২ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৫১, ১৬ ডিসেম্বর ২০২৫
আপডেট: ২২:১৮, ১৬ ডিসেম্বর ২০২৫

মৌলভীবাজারে একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন

একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন। ছবি: আই নিউজ

একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন। ছবি: আই নিউজ

মৌলভীবাজারের সাইফুর রহমান স্টেডিয়ামে একজন গুরু তার শিষ্যদের হস্তমুদ্রা শেখাচ্ছেন। শাস্ত্রীয় নৃত্যের এটি একটি অপরিহার্য শিক্ষা। এই শিক্ষার মাধ্যমে শিল্পীরা নান্দনিকভাবে বিভিন্ন ‘হস্ত’ প্রদর্শন করেন, যা নাচের অভিব্যক্তিকে আরও সমৃদ্ধ করে তোলে। 

ড্যান্সের সংগঠন আগমনী ড্যান্স প্রোডাকশন হাউস -এর কোরিওগ্রাফার প্রাপ্ত প্রিতম শাস্ত্রীয় নৃত্যের কিছু হস্তমুদ্রা দুই শিষ্য পিউ পাল ও পরশী দেবকে শিখিয়ে দিচ্ছেন। 

এটি হচ্ছে সংযুক্ত হস্তমুদ্রা, যা দুই হস্তের সমন্বয়ে সম্পাদিত হয়। এই মুহূর্তে (ছবিতে) তিনি ‘ভ্রমর’ মুদ্রা শেখাচ্ছেন, যা শাস্ত্রীয় নৃত্যের একটি গুরুত্বপূর্ণ হস্তমুদ্রা।

আই নিউজ/আরএ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়