Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ০২ নভেম্বর ২০২৫,   কার্তিক ১৭ ১৪৩২

তাহিরপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩২, ২৮ জুন ২০২০

সীমান্তে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে বিএসএফ’র গুলিতে যুবক নিহত

পাহাড়ি ঢলের পানিতে ভেসে আসা জ্বালানি সংগ্রহ করতে গিয়ে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে।

মৃত্যু হওয়া যুবক তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের গাঘটিয়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে জুয়েল মিয়া (২৭)।

জানা যায়, আজ শনিবার দুপরে ইঞ্জিন চালিত ছোট নৌকা করে যাদুকাটা নদীতে পাহাড়ি প্রবল বর্ষণের ফলে ঢলে ভেসে আসা জ্বালানি ( কাঠের লাকড়ি) ধরতে গিয়ে বাংলাদেশ সীমান্তের ১২০৩ নং আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করে ভারত গোমাঘাট এলাকার প্রায় ৩"শ গজ অভ্যন্তরে প্রবেশ করে।

এ সময় কর্তব্যরত বিএসএফ তাকে লক্ষ করে গুলি চালালে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর রাত ৯ টায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

তাহিরপুর সীমান্তের লাউড়ের গড় বিজিবি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচকে/ আই নিউজ

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়